Logo
Logo
×

নগর-মহানগর

ব্যাংকগুলোতে ব্যাহত হচ্ছে সামাজিক দূরত্ব

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ব্যাংকগুলোতে ব্যাহত হচ্ছে সামাজিক দূরত্ব

রাজধানীর মতিঝিলের একটি ব্যাংকের সামনে রোববার সামাজিক দূরত্ব না মেনেই গ্রাহকদের দীর্ঘ লাইন। ছবি- যুগান্তর

প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে মৃতের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বাড়ছে তার চেয়ে কয়েক গুণ বেশি হারে। একের পর এক লকডাউন করা হচ্ছে দেশের বিভিন্ন শহর।

তার পরেও সীমিত আকারে চলছে দেশের ব্যাংকিং খাত। নিয়মিত চলছে নগদ লেনদেন। প্রয়োজনে-অপ্রয়োজনে ব্যাহত হচ্ছে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা। ফলে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ছে ব্যাংকার ও গ্রাহকদের।

২ মে এক বিবৃতিতে সাধারণ ছুটির মধ্যে সীমিত ব্যাংকিং তুলে দেয়ার আহ্বান জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটি। ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর আহ্বান জানিয়েছে তারা। তাদের দাবি, ব্যাংক লেনদেনের সময় সীমিত হওয়ায় সাধারণ মানুষকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি ব্যবসা-বাণিজ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া স্বল্পসময়ের ব্যাংকিং করোনা বিস্তারেরও ঝুঁকি বাড়াচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনায় বলা হয়, ২৬ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রাজধানীর মতিঝিল, দিলকুশা এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদে অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা প্রতি কার্যদিবসে খোলা রাখতে হবে।

এসব বাণিজ্যিক এলাকার ব্যাংক শাখার দৈনিক ব্যাংকিং লেনদেনের সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হল। এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।

ব্যাংক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম