Logo
Logo
×

নগর-মহানগর

মানুষকে নানামুখী সেবা দিয়ে আলোচনায় নরসিংদী জেলা পুলিশ

সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী প্রদান, অসহায় দুস্থ ও পরিবহন শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণসহ নানামুখী উদ্যোগ

Icon

বিশ্বজিৎ সাহা, নরসিংদী

প্রকাশ: ১৯ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনা পরিস্থিতিতে গণমানুষের নানামুখী সেবা দিয়ে আলোচনায় এসেছেন নরসিংদী জেলা পুলিশের সদস্যরা। সচেতনতামূলক লিফলেট বিতরণ, সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করার পাশাপাশি কৃষকের জমির পাকা ধান কেটে বাড়িতে তুলে দিচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছেন ত্রাণসামগ্রী। হটলাইনে ফোন দিলেই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত অভুক্ত মানুষের ঘরে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী। এতিম, প্রতিবন্ধী ভাসমান ও ছিন্নমূল অনাহারী মানুষের মধ্যে বিতরণ করছেন ইফতার। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পুলিশের ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল টিম চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। ডাক্তারদের সঙ্গে নিয়ে তৈরি ভ্রাম্যমাণ টিম অ্যাম্বুলেন্সসহ ঘুরে বেড়াচ্ছেন এলাকা থেকে এলাকায়। মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করছেন তারা। মানুষকে ঘরে রাখতে জেলা পুলিশের উদ্যোগে সুলভমূল্যে দৈনন্দিন বাজার সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

করোনার দুর্যোগ মোকাবেলায় মানুষকে সর্বাধিক সেবা প্রদান করে যাওয়ায় সাধারণ মানুষের মুখে মুখে এখন পুলিশের প্রশংসা।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, করোনা সংকট মোকাবেলায় কোভিড-১৯’র প্রাদুর্ভাবের শুরু থেকেই জেলা পুলিশের পক্ষ থেকে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী প্রদান, অসহায় দুস্থ ও পরিবহন শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রমজানের শুরুতেই নরসিংদী জেলা পুলিশের ব্যবস্থাপনায় ‘সুলভমূল্যে ঘরের বাজার’ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে চাল, ডাল, তেল, ছোলা, বেশন, লবণ, চিনি, আলু, পেঁয়াজ, বেগুন সুলভমূল্যে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া হচ্ছে; যাতে বাজারগুলোয় মানুষের ভিড় কমানো সম্ভব হয়। মাহে রমজান উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে খুচরা বাজারের চেয়ে কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রয় করা হচ্ছে। কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি ক্রয় করা হচ্ছে। ফলে কৃষক সবজির ন্যায্য মূল্য পাচ্ছে।

নরসিংদী সদরসহ, মাধবদী, পলাশ, শিবপুর মডেল, মনোহরদী, রায়পুরা ও বেলাব থানাধীন বিভিন্ন স্থানে গণজমায়েত রোধ, অযথা ঘোরাঘুরি বন্ধে ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। মানুষকে সুস্থ রাখতে শহরে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। জোরদার করা হয়েছে পুলিশি টহল। ব্যবসায়ীরা যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে না দেয় সে লক্ষ্যে বাজারগুলোয় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এর বাইরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, পথশিশু, রিকশাচালক, ভিক্ষুক, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে জেলার ৫টি উপজেলার ৭টি থানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব কর্মকাণ্ডের তদারকি এমনকি অনেক জায়গায় নিজে উপস্থিত থাকছেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। জেলা পুলিশের মুখপাত্র ও মিডিয়া সমন্বয়কারী পুলিশ পরিদর্শক রুপম কুমার সরকার জানিয়েছেন, এসব সেবামূলক কর্মকাণ্ডের কৃতিত্ব আমাদের এসপি প্রলয় কুমার জোয়ারদার স্যারের। তার সুদক্ষ নির্দেশনায় ৫টি উপজেলার ৭টি থানার সব পুলিশ সদস্য করোনা সংকট মোকাবেলায় ও লকডাউন নিশ্চিতে দিবানিশি কাজ করে যাচ্ছেন। অসহায়দের খাদ্য সহায়তা থেকে শুরু করে হ্যান্ড স্যানিটাইজার, মাক্স বিতরণসহ সব ধরনের কাজ চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম