Logo
Logo
×

নগর-মহানগর

অসহায়দের পাশে সাবেক এমপি সিরাজ মোল্লা

শিবপুরে ছয় হাজার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, এখনই সময় মানুষের পাশে দাঁড়ানো ও মানুষকে সেবা করার। অনাহারী মানুষের মুখে দু’মুঠো অন্ন তুলে দেয়ার সময় এখনই। রাজনীতি সারাজীবনই করা যাবে, কিন্তু মানুষকে উত্তম সেবা দেয়ার সুযোগ পাওয়া যাবে না। দেশের ক্রান্তিকালে করোনা সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমি শিবপুরবাসীর পাশে দাঁড়িয়েছি। আমি যতদিন বেঁচে থাকব শিবপুরের একটি মানুষও না খেয়ে মারা যাবে না। নরসিংদীর শিবপুরে ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দিনভর একাধিক ট্রাকে করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে সাবেক এই এমপির ভালোবাসা। সকালে শিবপুর এমপির অফিসের সামনে সারি সারি ট্রাক বোঝাই করে রাখা হয়েছে খাদ্যসামগ্রী। এলাকার অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের তালিকা নিয়ে নেতাকর্মীরা ছুটছেন মানুষের বাড়ি বাড়ি। সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার ব্যক্তিগত তহবিল থেকে মঙ্গলবার দ্বিতীয় দফায় ৬ হাজার পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে প্রথম দফায় আরও ৪ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সংকট চলাকালীন এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দুর্যোগ ও সংকটকালীন চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলুসহ ঈদ সামগ্রী পেয়ে খুশি সংকটে পড়া মানুষজন। ত্রাণ বিতরণকালে কথা হয় প্রতিবন্ধী এক ব্যক্তির সঙ্গে। তিনি জানিয়েছেন, করোনাকালীন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবন্ধী ব্যক্তিরা। নানা প্রতিকূলতায় তাদের উপযোগী কাজকর্ম না থাকায় ঘরে খাদ্য সংকট দেখা দিয়েছে। সাবেক এমপির দেয়া খাদ্যসামগ্রী পেয়ে তাদের সবাই খুশি।

অপর একজন বলেন, করোনার কারণে কাজকর্ম সব বন্ধ। ছয়জনের সংসারে সংকট ক্রমেই তীব্র হচ্ছে। লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতে পারি না। খাদ্যসামগ্রী বাড়ি পৌঁছে দেয়ায় খুশি এসব মানুষ। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকমীরা ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম