করোনা পরীক্ষায় জাতীয় প্রেস ক্লাবে নমুনা সংগ্রহ শুরু
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৯ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনা পরীক্ষায় জাতীয় প্রেস ক্লাবে চালু হল নমুনা সংগ্রহের বুথ। ব্র্যাকের সহযোগিতায় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এ বুথে ক্লাব ও ডিইউজের সদস্য, তার স্ত্রী/স্বামী ও সন্তানরা সেবা নিতে পারবেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করেন যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম, ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএফইউজের নির্বাহী পরিষদ সদস্য শেখ মামুনুর রশীদ ও ডিইউজের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ। এ সময় উপস্থিত ছিলেন ডিইউজের প্রচার সম্পাদক আছাদুজ্জামান, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস সোহেল ও সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হক চঞ্চল।
অনুষ্ঠানে জানানো হয়, শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেবা পাওয়া যাবে। তবে সেবার জন্য একদিন আগে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য যাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, এরা হলেন- জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম, ডিইউজের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এবং কার্যনির্বাহী কমিটির সদস্য রাজু হামিদ।
