Logo
Logo
×

নগর-মহানগর

কল্যাণমুখী রাষ্ট্র তৈরিতে মনোনিবেশ করেছিলেন এরশাদ : জিএম কাদের

এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জে দোয়া ও ত্রাণ বিতরণ

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জে দোয়া মাহফিল ও ত্রাণ বিতরণ করেছে স্থানীয় নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি। বিশেষ অতিথি ছিলেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের বলেন, এরশাদ সারাজীবন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন। দিনমজুর, কৃষক, শ্রমিক তাদের কল্যাণে কাজ করেছেন। কল্যাণমুখী রাষ্ট্র তৈরির কাজে মনোনিবেশ করেছিলেন তিনি। আধুনিক বাংলাদেশের রূপকার বলা যায় তাকে। আর এসব কাজ করতে গিয়ে একশ্রেণির মানুষের রোষানলে পড়তে হয় এরশাদকে। যার কারণে তার বিরুদ্ধে শুরু হয় ষড়যন্ত্র। সব ষড়যন্ত্রের জাল ভেদ করে লাখ লাখ মানুষের হৃদয়ে স্থান করে নেন তিনি। আরও বলেন, এরশাদের শাসনামলে মানুষে মানুষে ভেদাভেদ ছিল না, বৈষম্য ছিল না। সাম্প্রদায়িকতা ছিল না। তিনি ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য বিভিন্ন সুযোগ দিয়েছিলেন। ব্যাক টু ব্যাক এলসি ও বন্ড ওয়্যারহাউস সুবিধা দেয়ার ফলে গার্মেন্টস ব্যবসায়ীরা সারা বিশ্বে ব্যবসার সুযোগ পায়। জিএম কাদের বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে উপজেলা ও জেলা পরিষদ সৃষ্টি করেছেন তিনি। শিল্পকে বিকাশের ব্যবস্থা করেছিলেন। স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। সফল একটি শিক্ষানীতি প্রণয়ন করেছিলেন তিনি।

জিএম কাদের বক্তব্যের শুরুতে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, একজন সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন। স্বাধীন করার পর দেশ পুনর্গঠনে মনোযোগ দেন। কঠোর পরিশ্রম করে অসংখ্য শিল্প-কারখানা গড়ে তুলেছেন। এসব প্রতিষ্ঠানে লক্ষাধিক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। দেশের প্রতি, জনগণের প্রতি তিনি দায়বদ্ধ ছিলেন। এজন্য দেশ ও জনগণের কল্যাণে আমৃত্যু কাজ করেছেন নুরুল ইসলাম। যে কোনো দুর্যোগে সবার আগে তিনি ঝাঁপিয়ে পড়তেন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রমজান আলী ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইব্রাহিম খান জুয়েল, সহসভাপতি জামাল হোসাইন, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম অর্থবিষয়ক সম্পাদক ইউসুফ আলী লস্কর প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম