চট্টগ্রামে ঘরে ঘরে জ্বর-কাশির রোগী
এমএ কাউসার, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আবহাওয়া পরিবর্তন ও তাপমাত্রা তারতম্যের কারণে চট্টগ্রামে জ্বর-কাশিতে আক্রান্ত রোগী এখন ঘরে ঘরে।
করোনাকালে এমন ফ্লুজনিত সমস্যায় বেড়েছে আতঙ্ক। তবে জ্বর নিয়ে ভীতি থাকলেও করোনা পরীক্ষায় আগ্রহ নেই রোগী বা স্বজনদের। ফলে গত কয়েক দিনের তুলনায় করোনা পরীক্ষার নমুনাও কমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বর-কাশি ফ্লুজনিত রোগে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কিন্তু চিকিৎসকের শরণাপন্ন না হয়ে অনেকেই ফার্মেসিতে ভিড় করছেন। অনভিজ্ঞ ফার্মাসিস্টের দেয়া ওষুধে পড়ছেন স্বাস্থ্যঝুঁকিতে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন হাসপাতালে জ্বর-কাশিজনিত ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। বিভিন্ন উপজেলা থেকেও জ্বর-কাশির রোগী রেফার করা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। ফ্লুজনিত রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালের বহির্বিভাগেও।
রোববার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫০ জনের বেশি জ্বর-সর্দি ও কাশিতে আক্রান্ত রোগী চিকিৎসা নিতে আসেন। এদিন চমেক হাসপাতালের ফ্লু কর্নার ও জরুরি বিভাগেও এমন শতাধিক রোগী চিকিৎসা নেন। সরকারি এ দুই হাসপাতাল ছাড়াও গত কয়েক দিন নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে ফ্লুজনিত রোগীর ভিড় বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। চমেক হাসপাতাল পরিচালক এসএম হুমায়ুন কবীর যুগান্তরকে জানান, এক সপ্তাহ ধরে হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি বেড়েছে।
বর্তমানে গড়ে ৯০-১০০ রোগী ভর্তি থাকছে। এর আগের সপ্তাহে ৪০-৫০ জন রোগী থাকত। এছাড়া আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি-জ্বরজনিত রোগীও বেড়েছে হাসপাতালে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামে ৫২৪টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চলতি বছরের এপ্রিল থেকে শুক্রবার পর্যন্ত ১২ হাজার ১ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সর্দি-কাশি ও গলাব্যথার চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৩৮৫ জন এবং সন্দেহজনক কোভিড-১৯ রোগী ছিল ৪১ জন। সেবা নেয়া রোগীর মধ্যে ৭ হাজার ৪৮৬ জন নারী, ৩ হাজার ২১১ জন পুরুষ ও ১ হাজার ৩০৪ জন শিশু (০-৫ বছর পর্যন্ত)। চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ঋতু পরিবর্তনের কারণে সিজনাল ফ্লুজনিত রোগী বেড়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে করোনাকালে জ্বর-কাশির রোগী হলেও অবহেলা করা যাবে না।
চট্টগ্রামে কমেছে করোনা পরীক্ষা : রোববার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৯৫টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ২৬৯। মোট আক্রান্তের মধ্যে নগরীতে ১৩ হাজার ৬১ এবং উপজেলায় ৫ হাজার ২০৮ জন করোনা রোগী রয়েছেন। রোববার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৭টি ল্যাবের মধ্যে ৪টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। বাকি ৩টি ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। শনিবার এর আগের ২৪ ঘণ্টায় ৮৯১ জনের নমুনা পরীক্ষায় ৬০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট ২৮৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীর ১৯৫ এবং উপজেলার ৮৮ জন।
