Logo
Logo
×

নগর-মহানগর

জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী কার্যক্রম মনিটরিং সেল গঠন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী কার্যক্রম মনিটরিং সেল গঠন

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাজী নাসির উদ্দিন সরকারের নির্বাচনী কার্যক্রম মনিটরিংয়ের জন্য একটি সেল গঠন করা হয়েছে। এতে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে আহ্বায়ক এবং প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতীকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মনিটরিং সেলের অন্য সদস্যরা হলেন- প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা আমানত হোসেন আমানত, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, সদস্য আবদুস সাত্তার, রফিকুল ইসলাম সেলিম, আশেকুল আমিন, নজরুল ইসলাম সর্দার, মাহমুদুল হাসান আলাল, শরিফুল ইসলাম সোহেল, আলাউদ্দিন আলাল, রফিকুল ইসলাম, বোরহান উদ্দিন শেখ ও আবুল হোসেন আবুল।

জাতীয় পার্টি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম