ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলছে
-শামীম ওসমান
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা একেএম শামীম ওসমান বলেছেন, ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সমাজকে এগিয়ে নিতে হলে ভালো মানুষদের নিয়ে কাজ করতে হবে। তা না করলে সমাজকে সামনে এগিয়ে নেয়া সম্ভব নয়। শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে জেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়ার মজিববাগ বাইতুর রহমান জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, বাংলাদেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা চলছে। ভেতরে-বাহিরে দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমরা ওয়ার্ডভিত্তিক পঞ্চায়েত কমিটি গঠন করতে চাই। যাতে সমাজের ভালো মানুষগুলো কাজ করবেন অন্যায়ের বিরুদ্ধে। কে আওয়ামী লীগ, কে বিএনপি বা কে জাতীয় পার্টি তা দেখা হবে না। সব ভালো মানুষের সমন্বয়ে হবে এ কমিটি।
একপর্যায়ে সংসদ সদস্য শামীম ওসমান উপস্থিত মুসল্লিদের কাছে নিজের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে বলেন, আমি মৃত্যুর পরে কারো কাছে ক্ষমা চাইতে পারব না। তাই আমি মৃত্যুর আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, মসজিদ ও মাদ্রাসার কাজের জন্য কখনোই অর্থ সংকট হয় না। মহান আল্লাহ তায়ালাই ব্যবস্থা করে দেন। আমরা সবাই এ পৃথিবী ছেড়ে একদিন চলে যাব। আমরা যদি মনে করি আমরা এই পৃথিবীতে চিরদিন থাকব তাহলে আমরা ভুল ভাবছি।
এ সময় উপস্থিত ছিলেন মাদানীনগর মাদ্রাসার মোহতামিম মুফতি ফয়জুল্লাহ স্বন্দীপি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও মসজিদের মোতাওয়াল্লি মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক কাউন্সিলর ওমর ফারুক, ইফতেখার আলম খোকন, শাহজাল বাদল, ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া রাজু প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলছে
-শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা একেএম শামীম ওসমান বলেছেন, ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সমাজকে এগিয়ে নিতে হলে ভালো মানুষদের নিয়ে কাজ করতে হবে। তা না করলে সমাজকে সামনে এগিয়ে নেয়া সম্ভব নয়। শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে জেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়ার মজিববাগ বাইতুর রহমান জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, বাংলাদেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা চলছে। ভেতরে-বাহিরে দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমরা ওয়ার্ডভিত্তিক পঞ্চায়েত কমিটি গঠন করতে চাই। যাতে সমাজের ভালো মানুষগুলো কাজ করবেন অন্যায়ের বিরুদ্ধে। কে আওয়ামী লীগ, কে বিএনপি বা কে জাতীয় পার্টি তা দেখা হবে না। সব ভালো মানুষের সমন্বয়ে হবে এ কমিটি।
একপর্যায়ে সংসদ সদস্য শামীম ওসমান উপস্থিত মুসল্লিদের কাছে নিজের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে বলেন, আমি মৃত্যুর পরে কারো কাছে ক্ষমা চাইতে পারব না। তাই আমি মৃত্যুর আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, মসজিদ ও মাদ্রাসার কাজের জন্য কখনোই অর্থ সংকট হয় না। মহান আল্লাহ তায়ালাই ব্যবস্থা করে দেন। আমরা সবাই এ পৃথিবী ছেড়ে একদিন চলে যাব। আমরা যদি মনে করি আমরা এই পৃথিবীতে চিরদিন থাকব তাহলে আমরা ভুল ভাবছি।
এ সময় উপস্থিত ছিলেন মাদানীনগর মাদ্রাসার মোহতামিম মুফতি ফয়জুল্লাহ স্বন্দীপি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও মসজিদের মোতাওয়াল্লি মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক কাউন্সিলর ওমর ফারুক, ইফতেখার আলম খোকন, শাহজাল বাদল, ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া রাজু প্রমুখ।