প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রাণ গেল প্রেমিকের
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁয় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রাণ গেল কিশোরের। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত হামিম হোসেন (১৯) নওগাঁ সদর উপজেলার মুরাদপুর (দক্ষিণপাড়া) গ্রামের শাহাদত হোসেনের ছেলে এবং রাজশাহী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় বাবা শাহাদত হোসেন তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসিফ হোসেন সজল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ৮ ফেব্রুয়ারি দুপুরে হামিম শহরের দয়ালের মোড়ে উত্তরা ক্লিনিকের পাশে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। এ সময় প্রেমিকার তিন বন্ধু শহরের চকমুক্তার মহল্লা ও নওগাঁ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মোজাম্মেল হকের ছেলে আসিফ হোসেন সজল, দয়ালের মোড়ের মামুনুর রশিদের ছেলে সুরুজ ও মতিউর রহমানের ছেলে প্রান্তসহ ৪-৫ জন হামিমের ওপর অতর্কিত হামলা চালায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে সে মারা যায়।
নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে সজলকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
