স্কুলছাত্রের হাতের রগ ও আঙুল কর্তন গ্রেফতার ২
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহপাঠী স্কুলছাত্রীকে নিয়ে বেড়াতে আসায় বরিশালের গৌরনদীতে বাড়িতে ঢুকে রাসিক হাওলাদারকে (১৬) কুপিয়ে মারাত্মক জখম করেছে মাদকসেবী রফিক সরদার (২৫)। এতে রাসিকের বাম হাতের রগ, হাড় ও ৪টি আঙুলের বেশিরভাগ অংশ কেটে গেছে। পৌরসভার সুন্দরদী এলাকায় বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় রাসিককে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতাল ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সে কমলাপুর গ্রামের ওমান প্রবাসী নজরুল হাওলাদারের ছেলে।
জানা গেছে, রাসিক ওই ছাত্রীকে নিয়ে মামার শ্বশুর আনোয়ার হোসেনের বাড়িতে বেড়াতে আসে। এ ঘটনাকে কেন্দ্র করে পাশের বাড়ির রফিক বঁটিসহ ৩-৪ সহযোগী নিয়ে ঘরের দরজা ভেঙে রাসিকের ওপর হামলা চালায়।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, ওই ছাত্রের মামা আকবর হাওলাদার তিনজনের নামোল্লেখসহ চারজনকে আসামি করে শুক্রবার থানায় মামলা করেছেন। আসামিরা হলো : রফিক সরদার, তার মা রানু বেগম, ভগিনীপতি শাখাওয়াত হোসেন কামরুল। রানু বেগম ও শাখাওয়াতকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রধান আসামি রফিকের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগও রয়েছে। পলাতক রফিককে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
