করোনা উপসর্গে মৃত নারীকে গোসল করালেন ইউএনও
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার সোনাতলায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া রিনা বেগমের (৫৫) লাশ গোসল করালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন।
স্বজন ও প্রতিবেশীরা তার লাশ গোসল করাতে ভয় পাচ্ছিলেন। মঙ্গলবার রাতে উপজেলার জোড়গাছা ইউনিয়নের কুশাহাটা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার দিনভর ঘটনাটি পুরো এলাকায় প্রচার হয়েছে। সবাই ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানায়, কুশাহাটা গ্রামের করোনা আক্রান্ত মোতালেব হোসেনের স্ত্রী রিনা করোনা উপসর্গে ভুগছিলেন। মঙ্গলবার তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন বিকালে তিনি মারা যান। লাশ বাড়িতে আনা হলে তা গোসল করাতে কেউ রাজি হননি।
অনেকে ভয়ে তার বাড়ির আশপাশে যাননি। খবরটি জানতে পেরে ইউএনও সাদিয়া এক নারীর সহযোগিতায় তার গোসল করান। ইউএনও সাংবাদিকদের জানান, মৃত ওই নারীকে গোসল করাতে কেউ রাজি হচ্ছিলেন না। তাই এক বৃদ্ধার সহযোগিতায় তাকে গোসল করিয়েছেন।
