মৃত্যুবার্ষিকীতে শহীদ সোহরাওয়ার্দীর প্রতি শ্রদ্ধা
গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে সংগ্রাম করছেন শেখ হাসিনা: সেতুমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পঁচাত্তরের পর গণতন্ত্র বরাবরই ষড়যন্ত্রের বেড়াজালে বন্দি হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এই গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন।
রোববার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্র এখনো পুরোপুরি পরিপূর্ণতা পেয়েছে তা দাবি করা যায় না। তবে গণতন্ত্রকে পরিপূর্ণতা দিতে হলে গণতন্ত্রের এই অভিযাত্রায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রমবিকাশমান ধারাকে পরিপূর্ণতা এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।’
গণতন্ত্রপ্রিয় সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘পঁচাত্তরের পর যে সাম্প্রদায়িক অপশক্তি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করে ক্ষমতার মঞ্চে বসে সেই অপশক্তির দোসররা এখনো বেঁচে আছে। তারাই গণতন্ত্রের অভিযাত্রায় বারবার বাধা সৃষ্টি করে চলেছে।’
তিনি বলেন, ‘হোসেন শহিদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের অভিযাত্রায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।’
এর আগে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষ থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টি-জেপির শ্রদ্ধা : এদিকে হোসেন শহিদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পুষ্পার্ঘ্য অর্পণ, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করে জাতীয় পার্টি-জেপি। এ সময় উপস্থিত ছিলেন জেপির প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী, এজাজ আহমেদ মুক্তা, সাবেক এমপি রুহুল আমিন, সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় যুব সংহতির সভাপতি এনামুল ইসলাম রুবেল, ক্রীড়া সম্পাদক আলী আব্দুল্লাহ টিংকু, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মাহফুজ আলম প্রমুখ।
এ সময় সাদেক সিদ্দিকী বলেন, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহিদ সোহরাওয়ার্দীর আদর্শ আমরা পুরোপুরি পালন করতে পারিনি। তার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে বর্তমান রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রের প্রতি আরও শ্রদ্ধাশীল হতে হবে।
