Logo
Logo
×

নগর-মহানগর

সিলেট মহানগর তাঁতী লীগের পূর্ণাঙ্গ কমিটি

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ তাঁতী লীগের সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. শওকত আলী ও সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত পত্রে নোমান আহমদকে সভাপতি ও শেখ মো. আবুল হাসনাত বুলবুলকে সাধারণ সম্পাদক করে ৭৫ সদস্যের কমিটির অনুমোদন দেন। ৪ জানুয়ারি এ কমিটি অনুমোদন করে কেন্দ্র।

কমিটির নেতারা হলেন-জ্যেষ্ঠ সহসভাপতি মির্জা শোয়েব আহমদ, সহসভাপতি তুহিন আহমদ, তরিকুল ইসলাম চৌধুরী মুবিন, মো. সুরুজ আলী, আহমদ হামজা চৌধুরী, লিলমনি কুমার এষ লিমন, মিল্টন তালুকদার, কামাল উদ্দিন কামাল, আজহারুল ইসলাম মোমিন, আমিনুল হক রানা, মো. আব্দুল আহাদ, জাকারিয়া হোসেন জাকির ও সৈয়দ আহমদ দুলাল। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান জুয়েল। যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, ফজলে রাব্বী রাসেদ ও হাবিবুর রহমান খোকন। সাংগঠনিক সম্পাদক সপু আহমদ, সুইট পাল সুইট, আফিফ হাসান ও আরশ আলী সোহেল।

অর্থ সম্পাদক সুবাস দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন বাদশা, দপ্তর সম্পাদক রেজাউল হাসান শিপলু, তথ্য ও গবেষণা সম্পাদক নবকুমার তালুকদার মিল্টন, আইন সম্পাদক একেএম কাওসার আহমদ, সমবায় ও তাঁতশিল্প উন্নয়ন সম্পাদক বিদ্যুৎ তরফদার রিংকু, ত্রাণ-পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. আরিফ হোসেন। বন ও পরিবেশবিষয়ক সম্পাদক পারভেজ আহমদ রাজু, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কাজী মুহিবুর রহমান সুমন, সমাজকল্যাণ সম্পাদক নূর হোসেন চৌধুরী, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক পপি রানী মোদক, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক শাহ আলমগীর কবির, যুব ক্রীড়াবিষয়ক সম্পাদক ইয়াসিন আহমদ, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক প্রভাষক তপন চন্দ্র পাল।

শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক নুরুল আলম তালুকদার রনি, প্রশিক্ষণ ও পরিকল্পনা সম্পাদক কয়েছ আহমদ সাগর, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. সুমন কান্তি দত্ত, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা জামিল আহমদ চৌধুরী, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক সোহেল আহমদ, যোগাযোগবিষয়ক সম্পাদক মো. আজাদ মিয়া, মানবাধিকারবিষয়ক সম্পাদক হুমায়ুন রশিদ সাগর, আপ্যায়ন সম্পাদক আমিন আহমদ, পাঠাগারবিষয়ক সম্পাদক লিয়াকত হোসেন।

সাংস্কৃতিক সম্পাদক মামুন চৌধুরী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহিন আহমদ, উপ-দপ্তর সম্পাদক সানী আহমদ সেলিম, উপ-যোগাযোগবিষয়ক সম্পাদক তৌহিদুল আলম বাবলু, উপ-আপ্যায়ন সম্পাদক রেজাউল হাসান রুমেল, উপ-পাঠাগার সম্পাদক বিপ্রেশ সরকার, উপ-সাংস্কৃতিক সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, উপ-ধর্মবিষয়ক সম্পাদক শিহাব চৌধুরী, উপ-ক্রীড়াবিষয়ক সম্পাদক জনী চন্দ্র পাল, উপ-অর্থ সম্পাদক রুপক দেব, উপ-সমাজকল্যাণ সম্পাদক জাকির হোসেন জাকারিয়া।

সদস্য মো. আব্দুল মোমিন, মনিলাল সিংহ রাধে, জয়ন্ত চন্দ্র দাশ, রুপেশ সরকার কংকন, ডা. ফারহামুল ইসলাম সাইম, আলী হোসেন সানী, জিন্নুরাইন মেনন, মামুন আহমদ, সামছুর রহমান তালুকদার জাবেদ, মো. মুনিম আহমদ করিম, মো. দিলহাস মিয়া, মো. সাদেক আহমদ, রুমান উদ্দিন, অ্যাডভোকেট পিকলু রায়, এমরান আহমদ, সামছুল হুদা মুন্না, ইব্রাহিম তালুকদার ও মিনহাজ ইসলাম সৌরভ।

এ ছাড়া বাংলাদেশ তাঁতী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে সিলেট মহানগর তাঁতী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করেন। এর সদস্যরা হলেন-আব্দুল মোমিন, সেলিম আহমদ বাদশা, বাবলু আহমদ, সৈয়দ আহমদ হালিম, রফিক আহমদ, মো. মুরাদ হোসেন বাবু, আবর মিয়া পীর, ওয়াহিদুর রহমান আবুল, অ্যাডভোকেট দেওয়ান তালহা চৌধুরী কিবরিয়া, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জুবেল আহমদ, মো. মামুন কবির, শাহাব উদ্দিন, আজিজুল হক ও মিজানুর রহমান। গত বছরের ১৯ জানুয়ারি নোমান আহমদকে সভাপতি এবং শেখ মো. আবুল হাসনাত বুলবুলকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেওয়া হয়। এর এক বছর পর অনুমোদন দেওয়া হলো পূর্ণাঙ্গ কমিটি।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম