কাল নির্বাচন

১৪৮ কাউন্সিলর প্রার্থী লড়বেন ২৭ ওয়ার্ডে

সংরক্ষিত ৯টিতে প্রার্থী ৩৪
 যুগান্তর ডেস্ক 
১৫ জানুয়ারি ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আগামীকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ২৭টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ প্রার্থী ও সংরক্ষিত ৯টিতে ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুক্রবার মধ্যরাতে প্রচারণা শেষের আগমুহূর্ত পর্যন্ত এসব প্রার্থীর প্রচারণায় মুখরিত ছিল বিভিন্ন ওয়ার্ড। সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের তালিকা নিচে দেওয়া হলো।

সংরক্ষিত ওয়ার্ড -

সংরক্ষিত ওয়ার্ড-০১ : আসুরা বেগম (চশমা), চম্পা ভূঁইয়া (আনারস), শামীম আরা লাভলী (বই), জিয়াসমিন আক্তার যুথি (স্টিল আলমারি), নাজমা বেগম (মোবাইল ফোন), মাকসুদা মোজাফফর (গ্লাস)।

সংরক্ষিত ওয়ার্ড-০২ : জান্নাতুল ফেরদৌস নীলা (বই), মনোয়ারা বেগম (মোবাইল ফোন), মোসা. ডলি আক্তার (চশমা), মোসা. সুমি বেগম (আনারস)।

সংরক্ষিত ওয়ার্ড-০৩ : মিতু রহমান (জিপ গাড়ি), মোসাম্মৎ আয়শা আক্তার (চশমা), রেহানা পারভীন (আনারস), তাসনুভা নওরীন ইসলাম (বই), শারমিন শাকিল মেঘলা (মোবাইল ফোন), জাহানারা হাকিম (গ্লাস)।

সংরক্ষিত ওয়ার্ড-০৪ : মিনোয়ারা বেগম (মোবাইল ফোন), মোসা. নূপুর বেগম (আনারস), মৌসুমী ভূঁইয়া (চশমা)।

সংরক্ষিত ওয়ার্ড-০৫ : পপি রানী সরকার (মোবাইল ফোন), শারমিন (বই)।

সংরক্ষিত ওয়ার্ড-০৬ : আফসানা আফরোজ (আনারস), খোদেজা আনম নাসরীন (হেলিকপ্টার), সানজিদা আহমেদ জুয়েলী (বই)।

সংরক্ষিত ওয়ার্ড-০৭ : মায়ানুর আহমেদ (চশমা), মোসা. শারমিন ইসলাম (মোবাইল ফোন), শিউলি নওশাদ (বই), নুরুন্নাহার বেগম (আনারস)।

সংরক্ষিত ওয়ার্ড-০৮ : ডলি বেগম (আনারস), শাওন অংকন (বই), শাহানাজ আক্তার ভূঁইয়া (জিপ গাড়ি)।

সংরক্ষিত ওয়ার্ড-০৯ : শাহী ইফাৎ জাহান (বই), সানিয়া আক্তার (আনারস), হোসনেয়ারা (চশমা)।

সাধারণ ওয়ার্ড -

সাধারণ ওয়ার্ড-০১ : হাজী মো. আনোয়ার ইসলাম (ঠেলাগাড়ি), মো. মাহমুদুর রহমান (লাটিম), ওমর ফারুক (ঝুড়ি), মো. আবদুর রহিম (ঘুড়ি), মো. জাহিদুল ইসলাম (ট্রাক্টর), হাজী আব্দুল মালেক (ব্যাডমিন্টন র‌্যাকেট), মো. মাহাবুব আলম (মিষ্টিকুমড়া)।

সাধারণ ওয়ার্ড-০২ : মো. সামসুল আলম (করাত), মো. ইকবাল হোসেন (লাটিম), শফিকুল ইসলাম (ঝুড়ি), মো. ইসমাইল (রেডিও), মো. সোহরাব হোসেন (মিষ্টিকুমড়া), মো. কামাল হোসেন (ব্যাডমিন্টন র‌্যাকেট), মো. সুলতান গিয়াসউদ্দিন (এয়ারকন্ডিশনার), মো. আমিনুল হক ভূঁইয়া (ঘুড়ি)।

সাধারণ ওয়ার্ড-০৩ : মো. আলমগীর (লাটিম), মো. ইরান (মিষ্টিকুমড়া), তোফায়েল হোসেন (ঘুড়ি), শাহজালাল (ঠেলাগাড়ি), এ আর ফখরুর আহমেদ (রেডিও), চাঁদনী আক্তার জ্যোতি (ঝুড়ি)।

সাধারণ ওয়ার্ড-০৪ : মো. আরিফুল হক হাসান (লাটিম), মো. নজরুল ইসলাম (ঘুড়ি), মো. নুর উদ্দিন মিয়া (ঠেলাগাড়ি), মো. বিল্লাল হোসেন (ট্রাক্টর)।

সাধারণ ওয়ার্ড-০৫ : গোলাম মুহাম্মদ সাদরিল (ব্যাডমিন্টন র‌্যাকেট), মো. আনিসুর রহমান (ঠেলাগাড়ি), মো. ইসমাইল (লাটিম), মো. কুতুব উদ্দিন (করাত), মো. জাহাঙ্গীর আলম (ঝুড়ি)।

সাধারণ ওয়ার্ড-০৬ : আল মামুনুর রশীদ (লাটিম), মজিবুর রহমান মন্ডল (ঝুড়ি), মোহাম্মদ মিজানুর রহমান (মিষ্টিকুমড়া), মো. মতিউর রহমান (ঠেলাগাড়ি), মো. সিরাজুল ইসলাম (ঝুড়ি), রোকেয়া রহমান (ব্যাডমিন্টন র‌্যাকেট)।

সাধারণ ওয়ার্ড-০৭ : মো. সালাউদ্দিন (করাত), মহসীন শেখ (লাটিম), মেহেদী হাসান (ট্রাক্টর), সবুজ শেখ (টিফিন ক্যারিয়ার), মোহাম্মদ মিজানুর রহমান (রেডিও), মোহাম্মদ ফজলুল হক (মিষ্টিকুমড়া), মো. আলাউদ্দিন ভূঁইয়া (কাঁটাচামচ), মো. তানজীম কবির সজীব (ঠেলাগাড়ি), তৌহিদ কবির (ঝুড়ি), মো. নূরুল আমিন দুলাল (ঘুড়ি), মোহাম্মদ মুশফিকুর রহমান (ব্যাডমিন্টন র‌্যাকেট), মো. সানোয়ার হোসেন (এয়ারকন্ডিশনার)।

সাধারণ ওয়ার্ড-০৮ : মো. রুহুল আমিন (করাত), মো. মহসিন ভূঁইয়া (লাটিম), মো. সোহেল রানা (ঝুড়ি), মেহেবুব হাসান ফারুকী (টিফিন ক্যারিয়ার), সালাহ উদ্দিন আহম্মেদ (ব্যাডমিন্টন র‌্যাকেট), তারক নাথ সাহা (মিষ্টিকুমড়া), মো. সাগর প্রধান (ঠেলাগাড়ি), মো. দেলোয়ার হোসেন খোকন (ঘুড়ি)।

সাধারণ ওয়ার্ড-০৯ : রোকশত আলী (ঘুড়ি), মোহাম্মদ মাসুদুর রহমান (ঠেলাগাড়ি), মো. রোকশত আলী (ট্রাক্টর), ইস্রাফিল প্রধান (করাত), বিল্লাল হোসেন (মিষ্টিকুমড়া), ইফতেখার আলম খোকন (ব্যাডমিন্টন র‌্যাকেট)।

সংরক্ষিত ওয়ার্ড-১০ : মোহাম্মদ লিয়াকত আলী (ঘুড়ি), সিরাজ খান (ঝুড়ি)।

সংরক্ষিত ওয়ার্ড-১১ : আনোয়ার হোসেন মুক্তি (ব্যাডমিন্টন র‌্যাকেট), এবিএম সাইফুল হাসান (ঠেলাগাড়ি), মো. অহিদুল ইসলাম (ঝুড়ি), মো. মহসীন উল্লাহ (লাটিম), মো. শাহাদাত হোসেন (ঘুড়ি), সেলিম আহমেদ হেনা (ট্রাক্টর)।

সাধারণ ওয়ার্ড-১২ : মোহাম্মদ শওকত হোসেন (লাটিম), মো. নাঈম হোসেন (ঠেলাগাড়ি), মো. সেলিম খান (ঘুড়ি)।

সাধারণ ওয়ার্ড-১৩ : এসএম মোজাম্মেল হক মামুন (লাটিম), মাকছুদুল আলম খন্দকার খোরশেদ (ঠেলাগাড়ি), মো. রবিন হোসেন (ঘুড়ি), মো. লিটন (ব্যাডমিন্টন র‌্যাকেট), মো. শায়েক রেজা (এয়ারকন্ডিশনার), শাহ ফয়েজ উল্লাহ (রেডিও)।

সাধারণ ওয়ার্ড-১৪ : আলিফ হাবিব (ব্যাডমিন্টন র‌্যাকেট), মনিরুজ্জামান মনির (ঘুড়ি), মো. দিদার খন্দকার (ঝুড়ি), মো. মাসুম আহম্মেদ (ঠেলাগাড়ি), মো. শফিউদ্দীন প্রধান (কমিশনার) (লাটিম)।

সাধারণ ওয়ার্ড-১৫ : অসিত বরন বিশ্বাস (ঝুড়ি), খোকন সাহা (ব্যাডমিন্টন র‌্যাকেট), জিএম আরমান (লাটিম), মো. মাকছুদ হোসেন রকি (ঠেলাগাড়ি), হোসেন মো. রাসেল (ঘুড়ি)।

সাধারণ ওয়ার্ড-১৬ : মাকিদ মোস্তাকিম (ঠেলাগাড়ি), মো. কবির হোসেন (ব্যাডমিন্টন র‌্যাকেট), মো. রিয়াদ হাসান (ঘুড়ি), মো. সাইদুল ইসলাম (মিষ্টিকুমড়া)।

সাধারণ ওয়ার্ড-১৭ : অলি উদ্দিন ভূঁইয়া (ব্যাডমিন্টন র‌্যাকেট), মোস্তাক হোসেন (লাটিম), মো. আব্দুল করিম (ঘুড়ি), শেখ মোহাম্মদ হাছান আলী (ঠেলাগাড়ি)।

সাধারণ ওয়ার্ড-১৮ : খলিলুর রহমান (লাটিম), মো. কবির হোসাইন (ঠেলাগাড়ি), মো. কামরুল হাসান মুন্না (ঘুড়ি), মো. মকছুদুর রহমান (ব্যাডমিন্টন র‌্যাকেট), মো. শাকিল হোসেন (ঝুড়ি), মো. হান্নান মিয়া (টিফিন ক্যারিয়ার)।

সাধারণ ওয়ার্ড-১৯ : ফয়সাল মো. সাগর (করাত), মো. আলমগীর হোসেন (ঘুড়ি), মো. মোখলেছুর রহমান চৌধুরী (লাটিম)।

সাধারণ ওয়ার্ড-২০ : সহিদুল হাসান মৃধা (ঘুড়ি), গোলাম নবী মুরাদ (লাটিম), জাহাঙ্গীর (ঠেলাগাড়ি), শাহেদ শাহ আহম্মেদ (করাত), মো. হাছান মাসুদ মিয়া (রেডিও)।

সাধারণ ওয়ার্ড-২১ : মো. হান্নান সরকার (রেডিও), মো. শাহীন মিয়া (ঘুড়ি), রমজান হোসেন (কাঁটাচামচ), মো. আজিজুল হক (লাটিম), মো. নূর হোসেন (ঠেলাগাড়ি)।

সাধারণ ওয়ার্ড-২২ : ইসরাত জাহান খাঁন (ঝুড়ি), কাজী জহিরুল ইসলাম (ঠেলাগাড়ি), মোহাম্মদ আব্দুল কুদ্দুস (রেডিও), মো. মাসুদ খান (ঘুড়ি), মো. শাহ আলম (লাটিম), সুলতান আহম্মেদ ভূঁইয়া (টিফিন ক্যারিয়ার)।

সাধারণ ওয়ার্ড-২৩ : আবুল কায়সার (ঠেলাগাড়ি), মো. হান্নান (ঘুড়ি), সাইফুদ্দিন আহমেদ (লাটিম)।

সাধারণ ওয়ার্ড-২৪ : আব্দুস সাত্তার (লাটিম), মোহাম্মদ খোকন (ঝুড়ি), মো. আফজাল হোসেন (ঘুড়ি), মো. আমজাদ হোসেন (ঠেলাগাড়ি), মো. আশ্রাফুল ইসলাম (এয়ারকন্ডিশনার), মো. উজ্জল হোসেন (ব্যাডমিন্টন র‌্যাকেট)।

সাধারণ ওয়ার্ড-২৫ : মোশারফ হোসেন (ঘুড়ি), মোহাম্মদ বেলায়েত হোসেন (টিফিন ক্যারিয়ার), মো. এনায়েত হোসেন (ঠেলাগাড়ি), মো. সাইদুর রহমান লিটন (ব্যাডমিন্টন র‌্যাকেট), মো. সামছুল আলম (লাটিম)।

সাধারণ ওয়ার্ড-২৬ : মোহাম্মদ সুমন রহমান (ব্যাডমিন্টন র‌্যাকেট), মো. আকতার হোসেন (ট্রাক্টর), মো. আনোয়ার হোসেন (টিফিন ক্যারিয়ার), মো. আলী হোসেন (লাটিম), মো. ইলিয়াস (করাত), মো. মোজাম্মেল হক (ঠেলাগাড়ি), মো. সামসুজ্জোহা (ঘুড়ি)।

সাধারণ ওয়ার্ড-২৭ : আলমগীর মিয়া (ঘুড়ি), আসাদুজ্জামান বাদল (ঠেলাগাড়ি), ফারুক (টিফিন ক্যারিয়ার), মো. ফারুক (রেডিও), মো. সিরাজুল ইসলাম (লাটিম)।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন