Logo
Logo
×

নগর-মহানগর

যমুনা টিভির সিইও হলেন ফাহিম আহমেদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ মার্চ ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

যমুনা টিভির সিইও হলেন ফাহিম আহমেদ

যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পদোন্নতি পেয়েছেন ফাহিম আহমেদ। শনিবার এক অনুষ্ঠানে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম যমুনা টিভির প্রধান বার্তা সম্পাদক (সিএনই) ফাহিম আহমেদকে সিইও পদে পদোন্নতির ঘোষণা দেন। যমুনা টিভির ইউটিউব চ্যানেলের ১ কোটি সাবস্ক্রাইবার উপলক্ষ্যে যমুনা টিভির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাহিম আহমেদ ১৯৯৬ সালে যায়যায়দিন পত্রিকায় কর্মজীবন শুরু করেন। ১৯৯৯ সালে তিনি যুগান্তরে যোগ দেন। ২০০৩ সালে সেখান থেকে এনটিভিতে যোগ দিয়ে টেলিভিশন সাংবাদিকতা শুরু করেন। দেশ টিভি, চ্যানেল আই ও চ্যানেল টোয়েন্টিফোরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। ২০১৩ সালে তিনি প্রধান বার্তা সম্পাদক হিসাবে যমুনা টেলিভিশনে যোগ দেন।

যমুনা টিভি ফাহিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম