Logo
Logo
×

নগর-মহানগর

পাহাড়ের রাজনীতিতে হঠাৎ উত্তাপ

পরস্পরবিরোধী অবস্থানে জেএসএস ইউপিডিএফ

আলাদা ঘটনার প্রতিবাদে ৪ সংগঠনের বিবৃতি

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সমঝোতা ভেঙে ফের পাহাড়ের রাজনীতিতে হঠাৎ উত্তাপ দেখা দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির স্বপক্ষীয় আঞ্চলিক দল জনসংহতি সমিতি (জেএসএস) এবং বিপক্ষীয় ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এখন পরস্পরবিরোধী অবস্থানে। এতদিন কয়েক দফায় দল দুটির রাজনৈতিক সমঝোতার খবর শোনা গেলেও সম্প্রতি একে অপরের বিরুদ্ধে পালটাপালটি বক্তব্য দিচ্ছে। পাশাপাশি জুম্ম জনগণের স্বার্থে একে অপরের প্রতি আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বানও জানানো হচ্ছে। ফলে যে কোনো মুহূর্তে এ দুই বৈরী সংগঠনের মধ্যে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জেএসএস-এর সভাপতি সন্তু লারমাকে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের আহ্বানে ২০ জুলাই রাঙামাটি শহরের আঞ্চলিক পরিষদ ভবনের সামনে মানববন্ধন করে ইউপিডিএফ সমর্থনপুষ্ট দুই নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ। এ সময় বক্তব্যে এবং ব্যানার-প্ল্যাকার্ডে সন্তু লারমা এবং তার দল সম্পর্কে নানা মন্তব্য প্রকাশ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জেএসএস।

ইউপিডিএফের সঙ্গে সমঝোতার শর্ত ভঙের অভিযোগ তুলে ওই মানববন্ধন থেকে সন্তু লারমার সমালোচনা করা হয়। আহ্বানও জানানো হয় ২০১৮ সালের সমঝোতার শর্ত মেনে চলতে। তারা বলেন, সরকারের দালালি বন্ধ করে চুক্তি বাস্তবায়নের কর্মসূচি দিন। আমরা তাতে সমর্থন দেব। ভূমি বেদখলের বিরুদ্ধে, নারীধর্ষণের বিরুদ্ধে, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে ইউপিডিএফের সঙ্গে আন্দোলনের কর্মসূচি দিন। আমরা তাতে সর্বশক্তি দিয়ে অংশগ্রহণ করব।

জেএসএস-এর বিবৃতি : শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির পক্ষে সংগঠনটির কেন্দ্রীয় সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। বিবৃতিতে তিনি বলেন, ওই দিন মানববন্ধনে যে বক্তব্য ও স্লোগান সন্তু লারমাকে লক্ষ্য করে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ আক্রমণাত্মক, বিদ্বেষ ও উসকানিমূলক, মানহানিকর এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি দৃঢ়কণ্ঠে বলতে চায়, স্বার্থবাদী একটি বিশেষ মহল চুক্তিবিরোধী ও জুম্মস্বার্থ পরিপন্থি যে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে তাদের নির্দেশে ইউপিডিএফ ওই দুই সংগঠনকে ব্যবহার করে এ ধরনের মানববন্ধনের নাটক মঞ্চায়ন করেছে। সেখানে দেওয়া বক্তব্যগুলো সম্পূর্ণ ভাঁওতাবাজি এবং জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। বস্তুত ইউপিডিএফ পার্বত্য অধিবাসীদের অধিকারের সনদ পার্বত্য চুক্তিকে ‘কালো চুক্তি’ বলে আখ্যায়িত করেছে এবং চুক্তি বিরোধিতার মধ্যেই যার জন্ম সেই এখনো একই অবস্থানে রয়ে গেছে। ওই মানববন্ধনের উদ্দেশ্যমূলক বক্তব্য ও স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জেএসএস। অবিলম্বে তাদের এ ধরনের বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি জুম্ম ও পার্বত্য অধিবাসীদের সামগ্রিক স্বার্থে ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছে।

আলাদা ঘটনার প্রতিবাদে ৪ সংগঠনের বিবৃতি : আলাদা এক ঘটনায় জেএসএস-এর এক সদস্য জুপিটার চাকমার বিরুদ্ধে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী দয়াসোনা চাকমাকে হুমকি দেওয়ার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিবৃতি দিয়েছে ইউপিডিএফ সমর্থনপুষ্ট চার সংগঠন। এতে গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা অভিযোগ করেন, বৃহস্পতিবার দয়াসোনা চাকমাকে সামাজিক ফেসবুক মেসেঞ্জারে মেসেজ ও ভয়েস রেকর্ড পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম