যে কারণে বাতিল হয়ে গেল অনেক এসিআর
সংকট নিরসনে দুই সমাধান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাতিলকৃত ফরমে জমা দেওয়া সব এসিআর বাতিল করা হয়েছে। সংকট নিরসনে দেওয়া হয়েছে বিকল্প সমাধান। এসিআর ছাড়াই দুই পদ্ধতি অনুসরণ করে দেওয়া হবে নম্বর। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিআর-৩ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিআর) মো. তোফাজ্জেল হোসেন স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তর/ অধিদপ্তর/ সংস্থা/প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের অনেকে বাতিলকৃত ফরমে ২০২১ সালের এসিআর দাখিল করেছেন। সঙ্গত কারণে সংশ্লিষ্ট বিপুলসংখ্যক কর্মকর্তার এসিআর নাকচ করা হলে তাদের পদোন্নতি ও পদায়ন এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপক প্রশাসনিক জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় আগের ফরমে (গত ২ জুনের আগে) দাখিলকৃত এসিআরসমূহ বাতিলপূর্বক বিশেষ বিবেচনায় দুই পদ্ধতিতে এসসিআর দিতে বলা হয়েছে। প্রথমত, অনুবেদনাধীন কর্মচারী কর্তৃক যথানিয়মে এবং যথাসময়ে দাখিল করা হয়ে থাকলে তাকে অব্যাহতি প্রদানপূর্বক আগের ৩ বছরের প্রাপ্ত এসিআরের গড় নম্বর দিতে হবে। তবে পূর্ববর্তী এসিআরের সংখ্যা ৩ বছরের কম হলে প্রাপ্ত এসিআরের ভিত্তিতে গড় নম্বর দেওয়া যাবে। দ্বিতীয়ত, যার পূর্ববর্তী কোনো এসিআর নেই তিনি পাবেন ৯৪ নম্বর।
প্রসঙ্গত, আগের এসিআর প্রদান পদ্ধতি বাতিল করে গত বছর ৭ জানুয়ারি নতুন করে গোপনীয় অনুবেদন ফরম এবং গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০ জারি করা হয়। যা বেসামরিক প্রশাসনে নিয়োজিত ৯ম গ্রেড থেকে তদূর্ধ্ব পর্যায়ের সব কর্মকর্তার ক্ষেত্রে প্রযোজ্য।
