Logo
Logo
×

নগর-মহানগর

যে কারণে বাতিল হয়ে গেল অনেক এসিআর

সংকট নিরসনে দুই সমাধান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বাতিলকৃত ফরমে জমা দেওয়া সব এসিআর বাতিল করা হয়েছে। সংকট নিরসনে দেওয়া হয়েছে বিকল্প সমাধান। এসিআর ছাড়াই দুই পদ্ধতি অনুসরণ করে দেওয়া হবে নম্বর। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিআর-৩ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিআর) মো. তোফাজ্জেল হোসেন স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তর/ অধিদপ্তর/ সংস্থা/প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের অনেকে বাতিলকৃত ফরমে ২০২১ সালের এসিআর দাখিল করেছেন। সঙ্গত কারণে সংশ্লিষ্ট বিপুলসংখ্যক কর্মকর্তার এসিআর নাকচ করা হলে তাদের পদোন্নতি ও পদায়ন এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপক প্রশাসনিক জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় আগের ফরমে (গত ২ জুনের আগে) দাখিলকৃত এসিআরসমূহ বাতিলপূর্বক বিশেষ বিবেচনায় দুই পদ্ধতিতে এসসিআর দিতে বলা হয়েছে। প্রথমত, অনুবেদনাধীন কর্মচারী কর্তৃক যথানিয়মে এবং যথাসময়ে দাখিল করা হয়ে থাকলে তাকে অব্যাহতি প্রদানপূর্বক আগের ৩ বছরের প্রাপ্ত এসিআরের গড় নম্বর দিতে হবে। তবে পূর্ববর্তী এসিআরের সংখ্যা ৩ বছরের কম হলে প্রাপ্ত এসিআরের ভিত্তিতে গড় নম্বর দেওয়া যাবে। দ্বিতীয়ত, যার পূর্ববর্তী কোনো এসিআর নেই তিনি পাবেন ৯৪ নম্বর।

প্রসঙ্গত, আগের এসিআর প্রদান পদ্ধতি বাতিল করে গত বছর ৭ জানুয়ারি নতুন করে গোপনীয় অনুবেদন ফরম এবং গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০ জারি করা হয়। যা বেসামরিক প্রশাসনে নিয়োজিত ৯ম গ্রেড থেকে তদূর্ধ্ব পর্যায়ের সব কর্মকর্তার ক্ষেত্রে প্রযোজ্য।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম