নেতাকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি
বগুড়ায় ছাত্রলীগের সড়ক অবরোধ
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সোমবার বেলা সোয়া ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত আধঘণ্টা সরকারি শাহ সুলতান কলেজের সামনে বনানী-সাতমাথা অবরোধ করেন। এ সময় ব্যস্ততম ওই সড়কের দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে শাজাহানপুর থানার ওসি আমবার হোসেন ঘটনাস্থলে গিয়ে দাবি পূরণের আশ্বাস দিলে ছাত্ররা ক্যাম্পাসে ফিরে যান।
সড়ক অবরোধকারী ছাত্রলীগ নেতারা জানান, পদবঞ্চিতদের হামলায় সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক ও শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সাব্বির আহত হওয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। তারা অবিলম্বে এ হামলাকারীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, ছাত্রলীগের নাম ব্যবহার করে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। আসামিদের গ্রেফতার না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। শাজাহানপুর থানার ওসি আমবার হোসেন জানান, সড়ক অবরোধকারী ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা ক্যাম্পাসে ফিরে যান।
এ সময় বগুড়া শহর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসান, সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সরকার মৃদুল, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা তাসফিকুর রহমান, কাওসার আহমেদ জয় প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পদবঞ্চিত ৫২ জনের বিরুদ্ধে মামলা : বগুড়া জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাদের ওপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে পদবঞ্চিত আন্দোলনকারী ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সংগঠনের সভাপতি সজীব সাহা রোববার রাতে সদর থানায় এ মামলা করেন।
শনিবার রাতে সরকারি আজিজুল হক কলেজে এ হামলায় ৭-৮ জন আহত ও ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা জানান, সোমবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
নামীয় আসামিরা হলেন-নবগঠিত কমিটির সহ-সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সিদ্ধার্থ কুমার দাস ও নূর মোহাম্মদ সাগর, যুগ্ম-সম্পাদক মাহফুজার রহমান, আহসান হাবিব শুভ এবং সাংগঠনিক সম্পাদক আল এমরান হোসেন, সাদেকুল ইসলাম শুভ, সুজন আহমেদ, জোবায়েদ সরদার সিহাব, জাকিউল আলম, মো. স্বাধীন, সৌরভ হোসাইন, পান্না মণ্ডল, সুলতান মাহমুদ, মো. সিজার, এনএম সাগর ও রাকিবুল হাসান।
দুই নেতাকে অব্যাহতি : বগুড়ায় দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে গাবতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর বিপ্লব ও বগুড়া পৌর ছাত্রলীগের সভাপতি সুজিত কুমার দাসকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য পাওয়া যায়। তবে অব্যাহতি পাওয়া নেতারা এ সিদ্ধান্তকে গঠনতন্ত্র বিরোধী বলেছেন। এছাড়া গাবতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রাকিবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
