Logo
Logo
×

নগর-মহানগর

সংসদে মুজিবুল হক চুন্নু

বিদেশে বাংলাদেশিদের বাড়ি-সম্পদের তদন্ত হওয়া উচিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিদেশে বাংলাদেশিদের বাড়ি-গাড়ি বা সম্পত্তি সম্পর্কে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশ হয়েছে তা সত্য কিনা জানতে চেয়েছেন জাতীয় পার্টির সংসদ-সদস্য এবং দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে এ বিষয়গুলোর তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

মুজিবুল হক চুন্নু বলেন, ইদানিং লক্ষ্য করছি টাকা পাচার, বিদেশে ফ্ল্যাট কেনার সংবাদ পত্রপত্রিকাসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ হচ্ছে। আজ (রোববার) দেখলাম আমাদের পররাষ্ট্র সচিব বলছেন, আমাদের বাংলাদেশের মানুষ যারা আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে থাকেন, তারা এ দেশের সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছেন। সেটা বৈধপথে নিচ্ছেন না। পররাষ্ট্র সচিব এ বিষয়টি স্বরাষ্ট্র এবং অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছেন বলেও দাবি করেন চুন্নু।

জাপা মহাসচিব বলেন, দেশের মানুষ মধ্যপ্রাচ্যে কষ্টের কাজ করে টাকা পাঠান। কিন্তু যারা ইউরোপ-আমেরিকায় থাকেন তারা তাদের সম্পত্তি বিক্রি করে বৈধপথে টাকা নিলে আমাদের আপত্তি নেই। কিন্তু এ দেশ থেকে অবৈধ পথে ডলার বা বৈদেশিক মুদ্রা নিচ্ছে। সেটা কেন? কিভাবে নিচ্ছে? তা দেখার জন্য বাংলাদেশ ব্যাংক অথবা অর্থ মন্ত্রণালয়ের নিশ্চয় কাজ করা উচিত। কী একটা পরিস্থিতি হলে পরাষ্ট্র সচিব দৃষ্টি আকর্ষণ করতে পারেন! তিনি এ কারণে বলেছেন, ওই সব দেশ থেকে এত পাওয়ার অব অ্যান্টর্নি এটাচ করার জন্য আসছে যে, পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে এটা বিশাল ঘটনা। টাকা পাচারের একটা মাধ্যম।

জাতীয় পার্টির এমপি বলেন, পত্রিকায় দেখলাম ওয়াসার চেয়ারম্যানের (এমডি) নাকি আমেরিকায় ২৩টা বাড়ি! আমাদের সংসদের দু-একজন সদস্য সম্পর্কে এ রকম প্রশ্ন আসছে এবং আরও কিছু ইঙ্গিত আসছে। অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করব-এসব সংবাদের সত্যতা আছে কিনা, তা তদন্ত হওয়া উচিত, সুরাহা হওয়া উচিত।

এসব ঘটনা সরকারের ইমেজ ক্ষুণ্ন করে দাবি করে মুজিবুল হক চুন্নু বলেন, আমরা বিরোধী দলে আছি, আমাদেরও ইমেজ ক্ষুণ্ন হয়। দেশের মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে। এমপি, মন্ত্রী হলেই শত শত কোটি টাকা আয় করে বিদেশে বাড়ি-ঘর করে-এটা তো বাস্তবে সত্য নয়। এ বিষয়ে অর্থমন্ত্রীর মুখ খোলা উচিত। একটা তদন্ত করে এ বিষয়ে স্পষ্ট করে বক্তব্য দেওয়া উচিত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম