বিটিএমসির ১৬টি মিল আবার চালু হচ্ছে
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) মালিকানাধীন ১৬টি মিল আবার চালু হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকা এই মিলগুলোর মধ্যে চারটির কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় এই মিলগুলো চালু হবে।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মির্জা আজমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম চৌধুরী, শাহীন আক্তার খাদিজাতুল আনোয়ার, তামান্না নুসরাত (বুবলী) ও মোহাম্মদ হাবিব হাসান উপস্থিত ছিলেন।
বৈঠকে বিটিএমসির বন্ধ মিলগুলো চালুর ব্যাপারে আশানুরূপ অগ্রগতি হওয়ায় সংসদীয় কমিটি সন্তোষ প্রকাশ করে। আলোচনা শেষে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যদের নির্বাচনি এলাকায় গৃহীত প্রকল্পগুলোর ব্যয় ও সময় বৃদ্ধি না করে দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়। একই সঙ্গে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের কার্যক্রমের দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।
এছাড়া বৈঠকে বাংলাদেশ পাট করপোরেশনের (বিজেসি) সার্বিক কার্যক্রম আলোচনা শেষে বিজেসির বেদখল করা জমি পুনরুদ্ধারের পাশাপাশি দখল করা জমির সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়। আর অবৈধ দখলে থাকা অব্যবহৃত জমি বিক্রি করে অর্জিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করা হয়।
দেশে আর্সেনিক আক্রান্ত ৬৫,৯১০ জন-স্বাস্থ্যমন্ত্রী : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমানে দেশে আর্সেনিক আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫ হাজার ৯১০ জন। ২০১২ সালের সর্বশেষ খানা তল্লাশি হিসাব অনুযায়ী এ তথ্য তৈরি করা হয়েছে। রোববার জাতীয় সংসদে মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ফলে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে। তাই মানুষ আর্সেনিকমুক্ত নিরাপদ পানি পান করছেন, ফলে বর্তমানে আর্সেনিক বিষক্রিয়ায় আক্রান্ত রোগী কমে গেছে। বর্তমানে সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা থেকে প্রাপ্ত তথ্যমতে আর্সেনিক আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৭৭৬ জন এবং মারা গেছেন ৭৯ জন।
হাবিবে মিল্লাতের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী ভিটামিন-ডি লেভেল পরীক্ষার জন্য জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে একটি আধুনিক ভিটামিন-ডি পরিমাপক এনালাইজার কোভিডকালীন স্থাপন করা হয়েছে। সেখানে সরকারি নিয়ম অনুযায়ী ভিটামিন-ডি পরীক্ষা করা হয়।
একটি বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন বাতিল, পাঁচটি স্থগিত : জাতীয় পার্টির সংসদ-সদস্য মসিউর রহমান রাঙ্গার লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সেনাবাহিনী পরিচালিত ৫টি-সহ দেশে বর্তমানে ৭৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে আইন ও নীতিমালা অনুসারে মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা না করায় ৫টি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং একটি মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করা হয়। স্থগিত হওয়া কলেজগুলো হচ্ছে-নাইটিংগেল মেডিকেল কলেজ, আশুলিয়া ঢাকা; নর্দান ইন্টারন্যাশনাল কলেজ, আইচি মেডিকেল কলেজ উত্তরা, ঢাকা; নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ, রংপুর এবং শাহ মাখদুম মেডিকেল কলেজ, রাজশাহী।
হজ : সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, আগামী হজে বাংলাদেশ থেকে ব্যালটি ১৫ হাজার ও নন ব্যালটি ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ পালন করবেন।
২০২৬ সালে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পরিচালনা কার্যক্রম চালু হবে : ২০২৬ সালে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের অপারেশনাল কার্যক্রম চালু করা যাবে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের প্রথম এবং একমাত্র গভীর সমুদ্রবন্দর স্থাপনের জন্য ১৭ হাজার ৭৭৭ কোটি ২০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান নৌ প্রতিমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ড্রইং ডিজাইন করে কাজ সমাপ্ত করা হয়েছে। গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য ৩৫০ মিটার প্রশস্ত এবং ১৬ মিটার গভীরতাসম্পন্ন করে ১৪ দশমিক ৩০ কিলোমিটার অ্যাপ্রোচ চ্যানেল নির্মাণ করা হয়েছে। অ্যাপ্রোচ চ্যানেলের উত্তরপাশে ২১৫০ মিটার দীর্ঘ এবং দক্ষিণপাশে ৬৭০ মিটার ঢেউ নিরোধক বাঁধ নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। বর্তমানে ৪৬০ মিটার কনটেইনার জেটি এবং ৩০০ মিটার দীর্ঘ মাল্টিপারপাস জেটি নির্মাণ এবং কনটেইনার ইয়ার্ডসহ সব বন্দর সুবিধা নির্মাণের জন্য তিনটি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়েছে। তিনি বলেন, আশা করা যাচ্ছে জুলাই নাগাদ জেটি ও কনটেইনার ইয়ার্ড নির্মাণকাজ শুরু করা যাবে।
উদ্ধারকারী জাহাজ সংগ্রহের কাজ চলছে : নুর উদ্দিন চৌধুরী নয়নের প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের উদ্ধারকারী আরও দুই হাজার টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন দুটি উদ্ধারকারী জাহাজ সংগ্রহের কাজ চলমান রয়েছে। তাছাড়া প্রচলিত দেশীয় পদ্ধতিতে উদ্ধারকার্য পরিচালনার জন্য চারটি উইঞ্চ বার্জসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি সংগ্রহের জন্য ডিপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে।
