রাজশাহীতে জরুরি সভায় সিদ্ধান্ত
ফিটনেসহীন বাসের বিরুদ্ধে শিগগিরই অভিযান
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফিটনেসহীন বাসের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো ও নানা অনিয়মের বিষয়ে ৩০ মার্চ রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন ঈদের আগেই ফিটনেসহীন যানবাহন ও লাইসেন্সহীন চালকের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। এছাড়া ঈদে ঘরফেরত যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতে প্রশাসনের সব ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। জেলা সড়ক নিরাপত্তা ও জেলা যাত্রী এবং পণ্য পরিবহণ কমিটির এ যৌথসভায় রাজশাহী জেলা প্রশাসন, মহানগর পুলিশ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), বাস-ট্রাক মালিক সমিতির প্রতিনিধি ছাড়াও মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। সভায় জেলা যাত্রী কমিটির প্রতিনিধিরা যাত্রী বহনে বাস মালিকদের কারসাজি ও বাসের আসন বিন্যাস নিয়ে গুরুতর কিছু অভিযোগ তোলেন। যাত্রী প্রতারণা ও ভোগান্তি কমাতে পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে আবেদন করেন তারা।
এছাড়া আলোচনায় উঠে আসে-জেলার অভ্যন্তর ছাড়াও রাজশাহী থেকে বিভিন্ন আন্তঃজেলা রুটে চলাচলকারী অর্ধেকের বেশি যানবাহন ত্রুটিযুক্ত। অনেক গাড়ির ফিটনেস সনদ নেই। আবার অনেক গাড়ির মালিক ফিটনেস সনদ কয়েক বছর আর নবায়ন করেননি। সবচেয়ে গুরুতর অনিয়ম হলো, বাসের ভেতরে অতিরিক্ত আসন বসানো। একশ্রেণির বাস মালিক ৩১ আসনের নিবন্ধন নিয়ে বসান ৫২ আসন। সভার সভাপতি রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, এক শ্রেণির বাস মালিক অনুমোদনের বাইরে অতিরিক্ত আসন বসিয়ে যাত্রী প্রতারণার মাধ্যমে মুনাফা লুটছেন। এটা গুরুতর অনিয়মের পর্যায়ে পড়ে। এমন বাস চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে বিআরটিএ’র উপস্থিত কর্মকর্তাদের বলেন তিনি।
ঝুঁকিপূর্ণ বাস সড়ক-মহাসড়কে আর চলাচল করতে দেওয়া হবে না বলে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন। সেই সঙ্গে বাসে চালক ও সহযোগীদের ছবিসহ নাম ও মোবাইল ফোন নম্বর লেখা একটি বোর্ড রাখার নির্দেশনা দেন। এছাড়া বাসের আসন বিন্যাস ঠিক করতে ও ফিটনেসহীন যানবাহন সড়ক থেকে তুলে নিতে নির্দেশ দেন মালিক সমিতিকে। এরপরও যদি এ ধরনের অবৈধ যানবাহন সড়কে চলাচল করে-প্রশাসন কঠোর আইনি পদক্ষেপ নেবে। সভায় উপস্থিত বাস মালিক সমিতির নেতারা অঙ্গীকার করেন, বাসের আসন বিন্যাসের অনিয়ম তারা এক মাসের মধ্যে সংশোধন করবেন। এরপরও যদি ফিটসেনবিহীন বাস চলাচল করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে তারা কোনো আপত্তি করবেন না।
