Logo
Logo
×

নগর-মহানগর

চুয়াডাঙ্গায় আচমকা কুয়াশায় ঢেকে গেল চারদিক

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রোববার ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত আচমকা শীতকালের মতো কুয়াশায় ঢাকা ছিল চুয়াডাঙ্গা শহর। সকালে গরম অনুভূত হলেও এমন কুয়াশার কারণ খুঁজছিলেন অনেকেই। বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধির কারণে অকস্মাৎ এমনটি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানান, আগামী কয়েক দিন তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দেয় এ কুয়াশা।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকার মুদি ব্যবসায়ী মাহফুজ হোসেন বলেন, আমি রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত বেচাকেনা করি। ভোর ৫টার পর হঠাৎ কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে রেলস্টেশন ও তার আশপাশ। বাইরে দেখে মনে হচ্ছিল শীতকালের কুয়াশা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এদিন সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ ভাগ। হঠাৎ কুয়াশার ব্যাপারে জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক যুগান্তরকে বলেন, কয়েকদিন এলোমেলো বৃষ্টির হওয়ায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। এ কারণেই আকস্মিক এ কুয়াশা দেখা দিয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, এমন পরিস্থিতিতে কুয়াশা থেকে শিশুদের নিরাপদে রাখতে হবে। বড়দের ব্যাপারেও বাড়তি সতর্কতার প্রয়োজন আছে। বিশেষ করে যাদের শরীরে অ্যাজমা বা ঠাণ্ডাজনিত কোনো সমস্যা আছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম