ডেঙ্গি রোধে ওষুধ আনা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে: মেয়র আতিক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ডেঙ্গি প্রতিরোধে যুক্তরাষ্ট্র থেকে এক ধরনের মেডিসিন আনা হয়েছে, যা পানিতে ছেড়ে দিলে পরিবেশের ক্ষতি না করে এডিস মশার লার্ভা ধ্বংস করে ফেলবে বলে জানিয়েছেন ঢাকা (উত্তর) সিটির মেয়র আতিকুল ইসলাম।
বুধবার সকালে রাজধানীর উত্তর সিটির ৪৯নং ওয়ার্ডের কাওলার মধ্যপাড়া সড়ক উদ্বোধন ও ডেঙ্গি প্রতিরোধে সচেতনতাবিষয়ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেয়র আতিক বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গির প্রকোপ বেড়েছে, যা নিয়ন্ত্রণে নতুন নতুন কৌশল প্রয়োগ করছে ডিএনসিসি।
মেয়র আতিক আরও বলেন, বিভিন্ন বাসায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে, জরিমানা করা হচ্ছে। প্রতি তিন দিনে একদিন বাসায় জমে থাকা পানি ছেড়ে দেওয়াসহ ডেঙ্গি প্রতিরোধে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। নির্মাণাধীন বাড়িগুলোর চল্লিশ শতাংশ বাড়িতেই পানি জমে থাকে যেগুলোতে এডিস লার্ভা পাওয়া যায় বলে জানান ঢাকা উত্তর সিটির মেয়র।
