সংসদে প্রশ্নোত্তর
পদ্মা সেতুতে টোল আদায় ৭৫৮ কোটি টাকা
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যান চলাচল শুরুর পর চলতি মাসের ৭ জুন পর্যন্ত পদ্মা সেতুতে ৭৫৮ কোটি ৮ লাখ ৭৫০ টাকার টোল আদায় হয়েছে। বুধবার জাতীয় সংসদে সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন। ২৬ জুন থেকে যান চলাচল শুরু। এরপর থেকে চলতি মাসের ৭ তারিখ পর্যন্ত ৭৫৮ কোটি ৮ লাখ ৭৫০ টাকা টোল আদায় হয়েছে। গত বছরের জুলাই মাসে সর্বোচ্চ ৭৮ কোটি ৫০ লাখ টাকার টোল আদায় হয়।
বিআরটি প্রকল্পের কাজের অগ্রগতি : ডা. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহণ মন্ত্রী বলেন, দেশের প্রথম বিআরটি ব্যবস্থা দ্রুত চালুর জন্য সরকার কাজ করছে। গত ৩১ মে পর্যন্ত পূর্ত কাজের অগ্রগতি ৮৯ দশমিক ৭৭ শতাংশ। আগামী অক্টোবর মাসের মধ্যে বিআরটি’র বাণিজ্যিক কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে।
পাট ও পাটজাত পণ্য রপ্তানি : হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, বিশ্বের ১৩৫টি দেশে প্রতিবছর ৭ লাখ ৫০ টন পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়ে থাকে।
নিবন্ধিত মহিলা সমিতি : মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা বলেন, সারা দেশে মহিলা অধিদফতরের আওতায় ২০ হাজার ৪৫৪টি নিবন্ধিত মহিলা সমিতি রয়েছে।
নতুন রেলপথ নির্মাণ : আফজাল হোসেন ও দিদারুল আলমের পৃথক দুটি প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, সরকার ২০০৯ সালের পরে ৭৩৯ দশমিক ৭১ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে। মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৪৩টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আছে। আরও সাত জেলা রেল নেটওয়ার্কের আওতায় আসবে। মো. শাহে আলমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরে রেলওয়ের মোট পরিচালন ব্যয় ৩ হাজার ৮৬৫ কোটি টাকা। এ অর্থবছরে রেলের আয় ২ হাজার ৪০০ কোটি টাকা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। হাবিব হাসানের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, অবৈধ দখলে থাকা রেলভূমি উদ্ধার চলমান প্রক্রিয়া। গত জুলাই থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত ২২১ দশমিক ৬৪৬২ একর জমি উদ্ধার করা হয়।
