Logo
Logo
×

নগর-মহানগর

কাল ‘শিশু অধিকার সপ্তাহ’ শুরু

ঘরেই বঞ্চিত শিশুরা

Icon

শিপন হাবীব

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কন্যার বয়স ছয় ছুঁইছুঁই। খোলা আকাশ তার খুব একটা দেখা হয় না। এ বয়সে ঘরই যেন বন্দিশালা। নিয়ম মেনে ঘরেই দু’বেলা গৃহশিক্ষক আসেন। আর স্কুলে মা-ই আনা-নেওয়া করেন। এদিক-ওদিক ছোটাছুটির কোনো সুযোগ থাকে না ছোট্ট শিশু তানিয়া বিনতে তনুর। রাজধানীর নামকরা একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে সে। তনুর শৈশব যে বঞ্চিত হচ্ছে পদে-পদে সেদিকে কারও খেয়াল নেই।

তনুর মা তনিমার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। মা বললেন, শিশু অধিকার, শিশুর স্বাধীনতা কে বাস্তবায়ন করবে। শিশুরা ঘর কিংবা ঘরের অন্দরমহলেও নিরাপদ নয়।

কাল শুক্রবার ২৯ সেপ্টেম্বর শিশু অধিকার সপ্তাহ শুরু। শিশু অধিকার কথাটা শুনলেই মনে হয়, নিশ্চয়ই দেশের শিশুদের জন্য রাষ্ট্র-সমাজ আলাদাভাবে ভাবছে, অধিকার বাস্তবায়নে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছে। কিন্তু বাস্তবে, শিশুদের অধিকার বাস্তবায়নে ঘরে-বাইরে কোথাও কার্যকর উদ্যোগ নেই। একাধিক শিশু বলেছে, বন্দি জীবনে তাদের অধিকার বাস্তবায়ন হয় না। খেলতেই দেওয়া হয় না। বন্দিই থাকতে হয়। প্রতি বছরের মতো ক্যালেন্ডার ধরে সপ্তাহটি আসে, আবার চলেও যায়। ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর শিশু অধিকার সপ্তাহ পালিত হয়। অধিকার সপ্তাহের দ্বিতীয় দিন-৩০ সেপ্টেম্বর ‘জাতীয় কন্যাশিশু দিবস’। জানা যায়, বাংলাদেশ ১৯৯০ সালে জাতিসংঘ শিশু অধিকার সনদে অনুস্বাক্ষর করে। সেই থেকে রাষ্ট্রীয়ভাবে কাঠামোগত অনেক উদ্যোগ নেওয়া হলেও সামাজিক চর্চায় শিশু অধিকারের বিষয়টি উপেক্ষিতই থেকে যাচ্ছে।

শিশু উন্নয়নে কাজ করছে এমন বেসরকারি কয়েকটি সংস্থার সূত্রে জানা যায়, দেশের জনসংখ্যার ৪০ শতাংশের বেশি শিশু। এর মধ্যে ১৫ শতাংশের বেশি শিশু দরিদ্র। এই দরিদ্র শিশুদের মধ্যে রয়েছে শ্রমজীবী শিশু, গৃহকর্ম ও ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশু, প্রতিবন্ধী শিশু, পথশিশু, বাল্যবিবাহের শিকার শিশু এবং চর, পাহাড় আর দুর্গম এলাকায় বসবাসরত শিশু। যাদের অধিকার পদে পদেই বঞ্চিত হচ্ছে। এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে বলছেন বিশেষজ্ঞরা।

শিশু উন্নয়ন ও অধিকার বাস্তবায়নে শিশুনীতি, শিশু আইন, শিশুশ্রম নিরসন নীতি, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, নারী ও শিশু

নির্যাতন দমন আইন, পাচার প্রতিরোধসহ নানা বিষয়ে শিশুদের সুরক্ষামূলক আইন রয়েছে, যা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ বাস্তবায়ন করছে। কিন্তু এরপরও শিশু অধিকার বাস্তবায়ন হচ্ছে না। নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। শিশুর ওপর শারীরিক ও যৌন নির্যাতন যে হারে বেড়েছে, তার প্রতিকারে অনেক আইনি বিধান থাকলেও এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধের জন্য সামাজিকভাবে আন্দোলন-প্রতিরোধ গড়ে উঠছে না। এছাড়া বাল্যবিবাহ, শিশু নির্যাতন, শিশু পাচারসহ শিশু অধিকার লঙ্ঘনের নানা বিষয়ে আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না। বাংলাদেশ মহিলা পরিষদ সূত্র বলছে, শিশু নির্যাতনসহ শিশু অধিকার লঙ্ঘন পদে পদেই বাড়ছে, যা শিশুর বিকাশে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম