Logo
Logo
×

নগর-মহানগর

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই রাজধানীতে সাংস্কৃতিক নানা আয়োজন

Icon

হক ফারুক আহমেদ

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা এবং টানাপোড়েন চলমান থাকলেও সাংস্কৃতিক নানা আয়োজনে মুখর হতে যাচ্ছে রাজধানী। যেখানে দেশ ও দেশের বাইরের শিল্পীরা অংশগ্রহণ করবেন।

১০ নভেম্বর ঢাকায় দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতার সংগীতজীবনের ৩০ বছর উদ্যাপন উপলক্ষ্যে ‘তিরিশে নচিকেতা’ শীর্ষক বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। এদিন কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে তিনি গান শোনাবেন ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ কনসার্টে।

১৯৯৩ সালে প্রকাশ হয় নচিকেতার প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’। এরপর ত্রিশ বছর ধরে বাংলা গানের শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন নিজের কথা, সুর আর কণ্ঠে। এই অনুষ্ঠানের শুরুতে গান করবেন বাংলাদেশের শিল্পী জয় শাহরিয়ার।

জয় যুগান্তরকে বলেন, ‘বাংলাদেশে নচিকেতার গানের ভক্ত অসংখ্য। শিল্পী অনেক বছর পর বাংলাদেশে কোনো টিকিট কনসার্টে গাইবেন।’

ইতোমধ্যেই অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে গেট সেট রক ওয়েবসাইটে। অনুষ্ঠানের সহযোগী হিসাবে থাকছে টফি, গোযায়ান, নেসক্যাফে ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

একই দিন বিকালে বনানীর আর্মি স্টেডিয়ামে হবে কোক স্টুডিও বাংলার কনসার্ট। চলবে রাত পর্যন্ত। এ কনসার্টে গাইবেন শিল্পী মমতাজ বেগম, বাপ্পা মজুমদার, শায়ান চৌধুরী অর্ণব, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, অনিমেষ রায়, পান্থ কানাই, মিজান রহমান, ঋতু রাজ, সানজিদা মাহমুদ নন্দিতাসহ অনেকে।

এ ছাড়া যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে দেশের একদল তরুণ শিল্পী। তারা গড়ে তুলেছেন ‘আর্টিস্ট এগেনেস্ট জেনোসাইড’ নামে একটি প্ল্যাটফরম, যা থেকে একটি ফান্ড রাইজিং কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টটি ২৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবে ১৫টির মতো ব্যান্ড। এ কনসার্ট থেকে সংগৃহীত অর্থ পাঠানো হবে ফিলিস্তিনের অসহায় মানুষের খাবার ও চিকিৎসার জন্য। আয়োজক সূত্রে জানা গেছে, এ কনসার্টে গাওয়ার জন্য কেউ কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। কনসার্টে টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। তবে কেউ চাইলে আরও বেশি অর্থসাহায্য করতে পারবেন।

এসবের বাইরেও আরও অনেক সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা চলছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, এ মাসের শেষদিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একটি বড় উৎসব এবং মেলা রাজধানীতে হবে। যেখানে বাংলাদেশের সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অংশগ্রহণ থাকবে। শিল্পকলা একাডেমির মাঠে এ আয়োজন হওয়ার কথা রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম