Logo
Logo
×

নগর-মহানগর

কুয়েটের নতুন ভিসি প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৩ আগস্ট ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ তাকে ষষ্ঠ ভাইস-চ্যান্সেলর হিসেবে চার বছর মেয়াদে নিয়োগ দিয়েছেন বলে কুয়েটের জনসংযোগ বিভাগ থেকে সোমবার জানানো হয়েছে।

কাজী সাজ্জাদ হোসেন বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ও আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের বিভাগীয় প্রধান, অতিরিক্ত পরিচালক (আইকিউএসি), পরিচালক (আইকিউএসি), চেয়ারম্যান (সিআরটিএস) ছিলেন তার ৫১টি গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। কাজী সাজ্জাদ হোসেন ১৯৯০ সালে তৎকালীন বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনা থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেন। পরের বছর তিনি এখানে প্রভাষক হিসেবে যোগদান করেন।

পরবর্তীতে ২০০৭ সালে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি জাপান থেকে এম ইঞ্জিনিয়ারিং (২০০১) ও মালয়েশিয়া থেকে পিএইচডি ডিগ্রি (২০০৭) নেন। কাজী সাজ্জাদ হোসেন ১৯৬৮ সালে নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া (ডহরপাড়া) গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি লাহুড়িয়াহা. আ. ক. একাডেমির সাবেক প্রধান শিক্ষক কাজী মুফাজ্জেল হোসেন ও মরহুমা লুৎফ-ই-জাহানের জ্যেষ্ঠ সন্তান। তিনি বিবাহিত এবং ২ সন্তানের জনক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম