সরকারি করা হল ৪৪ বেসরকারি বিদ্যালয়
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের বিভিন্ন জেলার আরও ৪৪টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
বিদ্যালয়গুলো হল- বগুড়ার শেরপুর ডি জে মডেল হাই স্কুল, ধুনট উপজেলায় ধুনট এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বেদগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের খানসামায় খানসামা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মাগুরার মহম্মদপুরে আরএসকেএইচ ইন্সটিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়, পাবনার চাটমোহরে চাটমোহর আরসিএন অ্যান্ড বিএস মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জে জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়, চাঁদপুরের হাজীগঞ্জে হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লায় লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়, বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ওয়াজেদ মোমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়, যশোরের চৌগাছায় ঝিকরগাছা এমএল মডেল হাই স্কুল, সিলেটের গোয়াইনঘাটে গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়, পাবনার বেড়ায় বেড়া বি বি পাইলট উচ্চ বিদ্যালয়, গাইবান্ধার সাদুল্লাপুরে সাদুল্লাপুর কে এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরার আশাশুনিতে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়, মাদারীপুরের শিবচরে শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নওগাঁর পত্নীতলায় নজিপুর মডেল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের ফটিকছড়িতে ফটিকছড়ি করোনেশন আদর্শ মডেল উচ্চ বিদ্যালয়, নীলফামারীর জলঢাকা উপজেলায় জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কুমিল্লার চৌদ্দগ্রামে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের হালুয়াঘাটে হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের আনোয়ারায় আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়, খুলনার তেরখাদায় ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুর মুজিবনগরে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়, চাঁদপুরের ফরিদগঞ্জে ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মাগুরার শ্রীপুরে শ্রীপুর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, রংপুরের তারাগঞ্জে তারাগঞ্জ ও/এ মডেল উচ্চ বিদ্যালয়, বরিশালের মেহেন্দিগঞ্জে পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, বগুড়ার দুপচাঁচিয়ায় দুপচাঁচিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, নওগাঁর ধামইরহাটে চকমররাম মডেল উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের চৌহালীতে খাষকাউলিয়া কে আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রাজশাহীর দুর্গাপুরে দুর্গাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, নওগাঁর নিয়ামতপুরে নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, পাবনার সাঁথিয়ায় সাঁথিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের ফুলবাড়ীতে সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়, চিরিরবন্দরে চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কুমিল্লার চান্দিনায় চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুরের কমলনগরে হাজীরহাট মিল্লাত একাডেমী (উচ্চ বিদ্যালয়), মৌলভীবাজারের বড়লেখায় পাথারিয়া ছোটলিখা মডেল উচ্চ বিদ্যালয়, কুমিল্লার তিতাসে গাজীপুর খান মডেল বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দাউদপুর উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়ার দৌলতপুরে দৌলতপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং রাজশাহীর গোদাগাড়ীতে গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ। নির্দেশনায় বলা হয়েছে, এ নির্দেশনা জারি হওয়ার দিন থেকে শিক্ষকরা সব ধরনের সরকারি সুবিধা পাবেন। এসব শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক বদলি হতে পারবেন না। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় একটি করে বিদ্যালয় ও কলেজ জাতীয়করণ করা হবে।
