Logo
Logo
×

ওয়ানডে বিশ্বকাপ

‘বাবরদের প্রয়োজন ঐশ্বরিক সহায়তা’

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাকিস্তান টিম ডিরেক্টর মিকি আর্থার বলেছেন, ‘বাবর আজমদের বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে ঐশ্বরিক সহায়তা দরকার।’ বিশ্বকাপে নিজেদের শেষ দুই ম্যাচ জিতে সেমির দৌড়ে টিকে আছে পাকিস্তান। তবে এখনো রয়েছে যদি-কিন্তুর সমীকরণ। পরবর্তী ম্যাচে শুধু ইংল্যান্ডকে হারালেই হবে না, নিউজিল্যান্ডকে হারতে হবে শ্রীলংকার কাছে। অন্যথায় ইংল্যান্ডকে হারাতে হবে বেশ বড় ব্যবধানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারতে হবে আফগানিস্তানকেও। যদিও সেমিফাইনালের দৌড়ে পাকিস্তান-নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে আফগানিস্তান। পাকিস্তান যদি এই সমীকরণে টিকে যায়, তাহলে সেমিফাইনালে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি। সোমবার আর্থার বলেন, ‘কে জানে আমরা এই প্রতিযোগিতায় কেমন করব, আমার মন বলছে আমরা সেমিফাইনাল খেলব, দেখি কী হয়। শনিবার আমরা যেমন খেলব, তেমন ফল পাব। ঈশ্বর সহায় হলে আমরা সেমিফাইনাল খেলব, তবে আমাদের ভালো খেলতে হবে। আমি মনে করি, বাংলাদেশের বিপক্ষে আমরা দারুণ খেলেছি।’

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ ব্যাট করা ফখর জামানকে নিয়ে আর্থার বলেন, ‘আমি আসার পর থেকে যা দেখেছি, সে অসাধারণ! এ ধরনের টুর্নামেন্টে সে আমাদের জন্য দারুণ কিছু উপহার দিতে পারে।’

পাঁজরে চোট রউফের

কলকাতার এক হাসপাতালে সোমবার পাঁজরের এমআরআই করা হলো পাকিস্তানি ক্রিকেটার হারিস রউফের। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাঁজরে চোট পেয়েছিলেন এই পেসার। মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। কলকাতায় ফিরে সেই চোটের পরীক্ষা করতে যান তিনি। পাকিস্তানের শেষ চারে যাওয়ার আশা এখনো শেষ হয়নি। ফলে এখন রউফের সুস্থ থাকা সবচেয়ে বেশি জরুরি। রউফ যদিও রিপোর্ট এখনো হাতে পাননি, তবে মনে করা হচ্ছে চোট গুরুতর নয়। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন ফখর জামান, জামান খান, মোহাম্মদ ওয়াসিমও। এদিকে, স্ত্রী ও কন্যাকে নিয়ে দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় শপিংমলে যান হাসান আলী। দেশে ফেরার আগে কলকাতা থেকে কেনাকাটা করেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম