|
ফলো করুন |
|
|---|---|
করবর্ষ ও অর্থবছরের হিসাবের মধ্যে পার্থক্য আছে। করবর্ষ হচ্ছে চলতি অর্থবছর। কিন্তু ওই সময়ের মধ্যে আয়করের যে হিসাব করে কর দিতে হয় তা হচ্ছে আগের অর্থবছরের। যেমন চলতি বছর করবর্ষ হচ্ছে ২০১৯-২০। এই সময়ে ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত সময়ের আয়-ব্যয়ের হিসাব করে প্রচলিত নিয়ম অনুযায়ী কর দিতে হবে। অর্থাৎ চলতি করবর্ষে গত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে। ব্যক্তি শ্রেণির করদাতাকে আয়কর রিটার্ন দিতে হবে কর দিবসের মধ্যে। ৩০ নভেম্বর হচ্ছে আয়কর দিবস। এর মধ্যেই আয়কর রিটার্ন জমা দিতে হবে। চলতি কর বর্ষের ১ জুলাই থেকে ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে হয়।
