|
ফলো করুন |
|
|---|---|
সাদা হলেও মূল্যবান ধাতুটির নাম রুপা নয়। দাম সোনার চেয়েও বেশি। নাম তার প্লাটিনাম। এটি দুষ্প্রাপ্য ধাতু। প্রতিবছর সারা বিশ্বে মাত্র একটি দেশেই প্রায় ৮০ শতাংশ প্লাটিনাম উত্তোলন হয়। ফলে গয়নায় ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এর দামও আকাশ ছুঁয়েছে। গত এক দশকে যা এক ট্রয় আউন্সে ৫০০ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৩০০ ডলারে।
এক ট্রয় আউন্স নিখাদ প্লাটিনাম পেতে প্রায় ১০ টন (৩ লাখ ২১ হাজার ৫০৭ ট্রয় আউন্স) আকরিক উত্তোলন করতে হয়। তাই উৎপাদনের খরচ অন্যান্য ধাতুর চেয়ে বেশি। ফলে দামও বেশি। গাড়ি তৈরিসহ নানা শিল্পেও এ ধাতু ব্যবহৃত হয়। শিল্প ছাড়াও গয়না তৈরির জন্য প্লাটিনামের চাহিদা প্রতিদিনই বাড়ছে। প্লাটিনামের গয়না তৈরি করার জন্য কারিগরদের যে দক্ষতা প্রয়োজন তার অভাবও এই দর বৃদ্ধির অন্যতম কারণ। যুক্তরাষ্ট্রের গ্লোবাল ইনভেস্টরের তথ্য অনুয়ায়ী প্লাটিনাম উত্তোলনে শীর্ষ দেশ দক্ষিণ অফ্রিকা। দেশটি ২০১৮ সালে ১ লাখ ১০ কিলোগ্রাম উৎপাদন করেছে, যা বৈশ্বিক হিস্যার ৭৮ শতাংশ। মূল্যবান ধাতুটি উত্তোলনে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটি ২১ হাজার কিলোগ্রাম উত্তোলন করেছে, যা বৈশ্বিক হিস্যার ১৩ শতাংশ। এছাড়া ধাতুটির বৈশ্বিক উত্তোলনে কানাডা ৩ শতাংশ, জিম্বাবুয়ে ২ শতাংশ, যুক্তরাষ্ট্র ২ এবং অন্যান্য দেশের ২ শতাংশ অবদান রয়েছে। বিভিন্ন দেশে সোনার দাম যদি ১০ শতাংশ বাড়ে, সেখানে আমদানি কম হওয়ায় প্লাটিনাম বাড়ে প্রায় ২০ শতাংশ। টাকার মানের ওঠানামার উপরেও ধাতুটির দর নির্ভর করে। যেমন বিদেশের বাজারে যদি কখনও প্লাটিনামের দাম পড়ে যায় তবু দেশে ডলারে টাকার দাম পড়লে কিন্তু এর দাম ততটা কমবে না। সাধারণত দেখা যায় দেশে সোনার তুলনায় এর দর প্রায় ২০ শতাংশ বেশি। এখন যেখানে ১০ গ্রাম পাকা সোনার দর ৪৫ হাজারের কাছাকাছি, সেখানে একই পরিমাণ প্লাটিনাম প্রায় ৬৬ হাজার টাকা। রুপা, সাদা সোনা বা হোয়াইট গোল্ড (রোডিয়াম মেশানো সোনা) ও প্লাটিনাম প্রতিটিই সাদা ধাতু হওয়ার কারণে হঠাৎ করে দেখলে চেহারায় কোনো তফাৎ ধরা পড়ে না। অন্য দুই ধাতুর দামও প্লাটিনামের তুলনায় কম। দীর্ঘ দিনের ব্যবহারেও প্লাটিনামের ক্ষয় প্রায় হয় না বললেই চলে। ফলে গয়না তৈরি করলে বহু দিন চেহারা একই রকম থাকে। অন্যান্য ধাতুর তুলনায় গয়নার মধ্যে হিরাকে বেশি ভালোভাবে ধরে রাখতে সাহায্য করে বলে এ ক্ষেত্রে প্লাটিনামের ব্যবহার বেশি। ফলে দাম বেশি হলেও গয়না হিসেবে দীর্ঘ মেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে এটি বাকিদের থেকে অনেকটা এগিয়ে। গত কয়েক বছর ধরেই টানা বেড়ে চলেছে প্লাটিনামের দাম। দেশে আগামী দিনেও তা দাম ঊর্ধ্বমুখী থাকবে বলেই মনে করা হচ্ছে। পাকা (২৪ ক্যারাট) ও গয়নার সোনা (২২ ক্যারাটের) মতোই শুদ্ধতা অনুসারে প্লাটিনামকে আলাদা করতে বিশেষ চিহ্ন দেয়া হয়।
