Logo
Logo
×

সম্পাদকীয়

অগ্নিকাণ্ডের প্রকোপ

সবাইকে সতর্ক থাকতে হবে

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

অগ্নিকাণ্ডের প্রকোপ

গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সবশেষ গত সোমবার বিকালে চট্টগ্রাম নগরীর কর্নেলহাট সিটি গেট এলাকায় একটি ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর আগের দিন রোববার কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২০০ বসতি পুড়ে গেছে।

রাজধানীতেও সাম্প্রতিক সময়ে কয়েকটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিটি অগ্নিকাণ্ডের কারণ যে ভিন্ন ভিন্ন তাতে সন্দেহ নেই। সাধারণত শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের প্রকোপ বৃদ্ধি পায়। আবহাওয়া শুষ্ক থাকায় সামান্য আগুনের স্পর্শ পেলেই তা যে কোনো স্থানে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এটা ঘটতে পারে মূলত অসতর্কতার কারণে। তারপরও প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনারই সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। কেননা ঘটনার কারণ সঠিকভাবে চিহ্নিত করা না গেলে যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।

অগ্নিকাণ্ড যেভাবেই ঘটুক, তা ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়। অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনাও ঘটে। কাজেই এ ব্যাপারে প্রত্যেকেরই সতর্ক থাকা দরকার। বস্তুত প্রতিটি অগ্নিকাণ্ডই মানুষের জন্য সতর্কবার্তা রেখে যায়। অগ্নিকাণ্ড এড়াতে প্রথমেই যে বিষয়টির ওপর নজর দেওয়া প্রয়োজন তা হলো, ভবনে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া। এক্ষেত্রে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকাই যথেষ্ট নয়, সেসবের ব্যবহার জানা কর্মী এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ থাকাও জরুরি। ভবনে কোনোভাবেই যেন বিপজ্জনকভাবে দাহ্য পদার্থ রাখা না হয়, কর্তৃপক্ষকে এটাও নিশ্চিত করতে হবে। সরকারের সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে এ ব্যাপারে নিয়মিত তদারকির ব্যবস্থা থাকতে হবে। প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রথম কর্তব্য হলো অগ্নিকাণ্ড প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া। আর পরবর্তী কর্তব্য হলো অগ্নিকাণ্ড ঘটে গেলে তা মোকাবিলার ব্যবস্থা নেওয়া। প্রাথমিকভাবে এ ব্যবস্থা প্রতিটি ভবনেই গড়ে তোলা দরকার।

এ ব্যবস্থা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের শরণাপন্ন হতে হয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার বিষয়টি নির্ভর করে মূলত অগ্নিনির্বাপণ কর্মীদের দক্ষতা, প্রয়োজনীয় সরঞ্জাম এবং ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোর মতো অবকাঠামো থাকা বা না থাকার ওপর। রাজধানীর অনেক সড়কের অবস্থা এমন যে তা দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত পৌঁছাতে পারে না। তার ওপর রয়েছে যানজট। এছাড়া মানুষের মধ্যে এ ব্যাপারে সচেতনতারও অভাব লক্ষ করা যায়। যেমন, কোনো ভবনে আগুন লাগলে শত শত মানুষ তার সামনে গিয়ে ভিড় করে। এ কারণেও ফায়ার সার্ভিসের গাড়ি অগ্নিনির্বাপণে দ্রুত তৎপর হতে পারে না। আমরা মনে করি, অগ্নিনির্বাপণের সামগ্রিক কর্মকাণ্ডে গতি আনতে ও তা আরও কার্যকর করতে এসব সমস্যা নিরসন করা প্রয়োজন। সচেতনতা ও সতর্কতা অগ্নিকাণ্ডে বড় ক্ষতি থেকে আমাদের রক্ষা করতে পারে।

 

অগ্নিকাণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম