ফরিদপুর-২: সাইফুজ্জামান জুয়েলের পূজামণ্ডপ পরিদর্শন
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ফরিদপুর-২ আসনে সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান জুয়েল চৌধুরীর পূজামণ্ডপ পরিদর্শন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুর-২ নির্বাচনী এলাকায় নগরকান্দা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান জুয়েল চৌধুরী।
বুধবার ও বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি স্থানীয় নেতাদের ও পূজামণ্ডপ কমিটির সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় সাবেক এই এমপি বলেন, দেশের সব ধর্মের মানুষ মিলেমিশে সব উৎসব পালন করছে। শুধু শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল বলেই এটা সম্ভব হয়েছে।
আওয়ামী লীগ সরকার রাষ্ট্রক্ষমতায় বলেই আজ বঙ্গবন্ধু কন্যা দেশে অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছে, যা অতীতে কোনো সরকার করতে পারেনি। তাই এদেশে অর্থনৈতিক চাকাকে আরও সচল করতে আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ফুলসুতি ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, আওয়ামী লীগ নেতা এনায়েত চৌধুরী, জহুরুল হক চৌধুরী, লিফটন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান আইয়ুব প্রমুখ।
