Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

চাঁপাইনবাবগঞ্জ-১: আ’লীগের সম্ভাব্য প্রার্থী ডা. শিমুল

Icon

শিবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ-১: আ’লীগের সম্ভাব্য প্রার্থী ডা. শিমুল

ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার মনোনয়ন পেতে প্রায় ১০ বছর ধরে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ নেতা ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল।

তিনি প্রায় প্রতিদিনই তার নির্বাচনী এলাকায় সরকারের উন্নয়ন কাজের প্রচার, কর্মিসভা, গণসংযোগ, উঠান বৈঠক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয়ার মধ্য দিয়ে তারা দলের নীতিনির্ধারকদের মন জয় করার চেষ্টা করছেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে ১৯৭০, ১৯৭৩ এবং ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন ডা. শিমুলের পিতা জেলা আওয়ামী লীগ জনপ্রিয় নেতা মরহুম ডা. মঈন উদ্দিন আহম্মেদ মন্টু।

রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রলীগের সাবেক সহসভাপতি ডা. শিমুল ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হয়ে নিজের জনপ্রিয়তার জানান দেন।

যদিও তিনি সামান্য ভোটে জামায়াতের প্রার্থী কেরামত আলীর কাছে পরাজিত হন। অতীতের সব কথা ভুলে গিয়ে আ’লীগপন্থী চিকিৎসক সংগঠন স্বাচিপের রাজশাহী বিভাগীর সাংগঠনিক সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা. শিমুল জানান, আওয়ামী লীগ বিতর্কিত এমপিদের বাদ দিয়ে আমাকেই মনোনয়ন দেবে। সে লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি।

ডা. শিমুল আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা যদি আমার চেয়ে কাউকে দলের মনোনয়ন দেন তবে তার জন্যও আমি মাঠে থাকব।

শিমুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম