মৌলভীবাজার-৩: নৌকার কাণ্ডারি হতে চান নেছার
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নেছার আহমদ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মৌলভীবাজার-৩ আসনে নৌকার কাণ্ডারি হতে চান জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। দলের মনোনয়ন পেতে ইতিমধ্যে তিনি নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ শুরু করেছে।
পাশাপাশি তার সমর্থকরাও শহরের বিভিন্ন পয়েন্টে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, তোরণ ও পোস্টার লাগাতে দেখা যাচ্ছে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে প্রচারণার মাত্রাও বাড়ছে।
ইতিমধ্যে নেছার আহমদ দলীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও মতবিনিময় করছেন।
নেছার আহমদ জানান, মুজিবীয় আদর্শকে লালন করে ১৯৭৭ সালের শেষের দিকে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি, ১৯৮৪ সালে জেলা যুবলীগের আহ্বায়ক, ১৯৮৯ সালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ১৯৯২ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০০৬ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সর্বশেষ ২০১৭ সালের ২৮ অক্টোবর সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হই।
নেছার আহমদ আরও বলেন, সততা ও নিষ্ঠাকে সামনে রেখে এলাকার উন্নয়নের জন্য কাজ করব। বিগত সময়ে মৌলভীবাজার জেলা নেতৃত্বহীন থাকায় অন্যান্য জেলার মতো এখানে তেমনটা উন্নয়ন হয়নি।
