Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

শরীয়তপুর-১

আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন অপুর জনসংযোগ

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শরীয়তপুর-১ (পালং-জাজিরায়) আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন অপু জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি নানা কর্মকাণ্ডে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি এবং তার সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে, রাস্তার মোড়ে মোড়ে বিলবোর্ড, লিফলেট বিতরণ, ব্যানার টানিয়ে প্রচারণা চালাচ্ছেন। তিনি মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির (মাইনুল-ইকবাল) যুগ্ম সম্পাদক, শামীম-পান্না কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এরপর তিনি আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ছিলেন দু’বার। বর্তমানে তিনি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। নির্বাচনকে সামনে রেখে ইকবাল হোসেন অপুর পোস্টারে ছেয়ে গেছে গোটা শরীয়তপুর শহর। শুক্রবার

তিনি নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন। সাবেক পৌর মেয়র আ. রব মুন্সির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র নুরমোহাম্মদ কোতোয়াল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল আকন্দ, সদস্য আজিজুল পাহাড়, জহিরুল ইসলাম, আ. রশিদ খান, কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক উপ-দফতর সম্পাদক সামসুল হক খান, কেন্দ্রীয় উপ-কমিটির ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোজাফফর হোসেন জমাদার, জেলা যুবলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, সম্পাদক নুহুন মাদবর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক মুন্সি, বাচ্চু বেপারি, তাজুল ইসলাম সরকার, রাশেদুজ্জামান, জাহাঙ্গীর হোসেন, গোলাম মোস্তফা প্রমুখ। ইকবাল হোসেন অপু বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তা আমি আমার নির্বাচনী এলাকায় সভা সমাবেশ ও উঠান বৈঠক করে প্রচার করেছি। সংগঠনকে শক্তিশালী করতে দিন-রাত পরিশ্রম করেছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম