Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

পটুয়াখালী-১: নৌকায় ভোট চাইলেন শাহজাহান মিয়া

Icon

পটুয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী-১: নৌকায় ভোট চাইলেন শাহজাহান মিয়া

গণসংযোগে শাহজাহান মিয়া। ছবি: যুগান্তর

সন্ত্রাস, জঙ্গিবাদ ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের জনসভা হয়েছে।

বৃহস্পতিবার হেতালিয়া বাঁধঘাটে জনসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ধর্মপ্রতিমন্ত্রী পটুয়াখালী-১ আসনের নৌকায় মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট শাহজাহান মিয়া। বলেন তিনি সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়। এ সরকারের আমলে পটুয়াখালী জেলায় যে উন্নয়ন হয়েছে তা অভাবনীয়। চলমান একাধিক মেগা প্রকল্পের কারণে জেলাটি সম্ভাবনাময় জেলা হিসেবে পরিচিত লাভ করেছে। এ সময় উপস্থিত হাজারো মানুষ হাত তুলে এ বক্তব্যে সমর্থন জানান। বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানভির আহমেদ উপস্থিত ছিলেন। জনসভায় সভাপতিত্ব করেন গাজী আতাউর রহমান ওয়াজেদ।

পটুয়াখালী-১ শাহজাহান মিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম