Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

বরিশাল-৩: গোলাম কিবরিয়া টিপুর পথসভা

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বরিশাল-৩: গোলাম কিবরিয়া টিপুর পথসভা

জাতীয় পার্টি মনোনয়ন প্রত্যাশী গোলাম কিবরিয়া টিপু। ছবি: যুগান্তর

জাতীয় পার্টি মনোনয়ন প্রত্যাশী গোলাম কিবরিয়া টিপু বলেছেন, ব্যানার ফেস্টুনে নয় জনগণের হৃদয়ে নাম লেখাতে চাই। লোক দেখাতে মোটরসাইকেল মহড়া দিয়ে নেতা সাজতে চাই না। মোটরসাইকেল মহড়ায় সাধারণ জনগণ সন্ত্রাসী মনে করেন।

প্রকৃত দেশপ্রেমিক নাগরিক হিসেবে মানুষের কল্যাণে কাজ করতে চাই। মঙ্গলবার বিকালে মুলাদী উপজেলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ জনগণের সঙ্গে কুশলবিনিময় ও গণসংযোগ প্রচারণা যাওয়ার পথে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজারে পথসভায় বক্তৃতাকালে আসন্ন জাতীয় সংসদ নিবার্চনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সম্ভাব্য প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এসব কথা বলেন।

বরিশাল-৩ আসনে এমপি থাকাকালীন সময় সব হাট-বাজার খাজনামুক্ত করায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষ শান্তিতে ব্যবসা-বাণিজ্য করতে পেরেছে। ইজাদার কর্তৃক ব্যবসায়ীরা হয়রানি হয়নি বলে সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু মনোনয়ন দৌড়ে আলোচনা রয়েছেন সাধারণ জনগণের মাঝে। সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু যুগান্তরকে বলেন, লাঙ্গল টিকিটের বিষয়ে আমি আশাবাদী।

নির্বাচন প্রচারণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম