Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

টাঙ্গাইল-৬: প্রচারে আধিপত্য আ’লীগের, মাঠে নেই বিএনপি

Icon

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইল-৬: প্রচারে আধিপত্য আ’লীগের, মাঠে নেই বিএনপি

ছবি: যুগান্তর

টাঙ্গাইল-৬ আসনে মাঠে সরব নেই বিএনপি। অপরদিকে সরব প্রচারণা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। উঠোন বৈঠক থেকে শুরু করে মিছিল, মিটিং, গণসংযোগ, মাইকিং কোনো কিছুই বাদ যাচ্ছে না তাদের।

এক কথায় নির্বাচনী মাঠে তাদের একচ্ছত্র আধিপত্য। কারণ জানতে চেয়ে ধানের শীষের প্রার্থী গৌতম চক্রবর্তীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে না পেয়ে দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আবদুল আজিজ খানের সঙ্গে যোগাযোগ করা হয়।

তিনি জানান, মামলা-হামলা, ভাংচুর এমনকি প্রচারণায় অব্যাহত বাধার কারণে আমরা কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছি। এদিকে আ’লীগের প্রার্থী শিল্পপতি আহসানুল ইসলাম টিটু বলেন, নৌকার জোয়ার বইছে। এ জোয়ারকে কাজে লাগিয়ে নৌকাকে বিজয়ী করতে সক্ষম হব।

টাঙ্গা্ইল নির্বাচন প্রচারণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম