Logo
Logo
×

একদিন প্রতিদিন

চিত্রবিচিত্র

পৃথিবীর গরম ৪ দেশ

দুনিয়াজুড়ে সারা বছর চলে ঠাণ্ডা-গরমের খেলা। চরম গরমের ৪ দেশ নিয়ে আমাদের আজকের আয়োজন...

Icon

প্রকাশ: ২৬ আগস্ট ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

* ইরাক

যুদ্ধের বাইরে অন্য অনেক সমস্যা মোকাবেলা করে ইরাক। এর মধ্যে একটি বড় সমস্যা অধিক তাপমাত্রা। গরমের দিনে এখানকার তাপমাত্রা ৪৮ ডিগ্রি থেকে শুরু করে ৫৪ ডিগ্রিতে ছাড়িয়ে যায়। উত্তরের পর্বত এলাকায় বরফ পড়লেও পুরো দেশে তাপমাত্রা থাকে অসহনীয়।

* আলজেরিয়া

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া। এখানে যেমন ভয়াবহ উষ্ণ দিন হয়, তেমনি সবচেয়ে ঠাণ্ডা রাত পাওয়া যায়। মৃদু বৃষ্টিপাতের দেশটিতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে। শীতকালে আলজেরিয়ায় গড় তাপমাত্রা থাকে ২৫ ডিগ্রি। আর গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে অনেক শুষ্ক এবং আর্দ্র।

* মালয়েশিয়া

১৩টি রাজ্য ও ৩টি প্রজাতান্ত্রিক এলাকা নিয়ে গঠিত পূর্ব-এশিয়ার দেশ মালয়েশিয়া। সারা বছর এখানে তাপমাত্রা থাকে ২৫-৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর কোনো কোনো সময় এটা ৪০ ডিগ্রি পর্যন্ত ওঠে।

* মেক্সিকো

গ্রীষ্মে মধ্য আমেরিকার দেশ মেক্সিকোতে গড় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে থাকে। এমন তাপমাত্রার মধ্যেও মেক্সিকোর কয়েকটি সমুদ্রসৈকত পৃথিবীর অন্যতম শীর্ষ পর্যটক গন্তব্য।

একদিন প্রতিদিন ডেস্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম