Logo
Logo
×

একদিন প্রতিদিন

বিচিত্র

পৃথিবীর সবচেয়ে ধীরগতির প্রাণী

Icon

একদিন প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আয়েশী প্রাণী : এ প্রাণীর নাম স্লথ। এর চরিত্র নামেই নিহিত। বিশ্বের সবচেয়ে ধীরগতির প্রাণীর তকমা এদের গায়ে। এরা চলে অলস আর আয়েশী ভঙ্গিতে। দেখলে মনে হবে হাসি হাসি মুখ সবসময়। মূলত দক্ষিণ ও মধ্য আমেরিকার বাসিন্দা এরা। প্রাকৃতিক পরিবেশে এদের গড় আয়ু ২০ বছর। তবে ৩০-৪০ বছর বাঁচে বন্দিদশাতে, অর্থাৎ চিড়িয়াখানায়।

অতিকায় স্লথের বিলুপ্তি : স্লথদের বসবাস বড় গাছে। আকার হতে পারে ৪২ থেকে ৮০ সেন্টিমিটার। ওজন ২ থেকে সর্বোচ্চ ১০ কেজি। অথচ একসময়ে স্লথরা ছিল মানুষের চেয়েও দীর্ঘকায় প্রাণী। উচ্চতা ছিল সাড়ে ৬ ফুটের বেশি। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী, জায়ান্ট সেসব প্রাণী বিলুপ্ত হয়েছে আজ থেকে ১১ হাজার বছর আগে মানুষের শিকারের কারণে।

প্রবীণতম পলা : বন্দিদশায় সাধারণত ৪০ বছর বাঁচলেও জার্মানির একটি চিড়িয়াখানায় আছে ৫০ বছর বয়সী এক স্লথ। বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী স্লথ হিসেবে নাম উঠেছে গিনেস বুক অব রেকর্ডসে।

জার্মানির হালে শহরের বার্গুজ চিড়িয়াখানায় আছে পলা নামের এই স্লথটি। গত জুনে তার ৫০তম জন্মদিন পালন করেছে বার্গজু কর্তৃপক্ষ। সম্প্রতি পলাকে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী স্লথের মর্যাদা দেয়া হয়েছে। ১৯৭১ সালে পলাকে দক্ষিণ আমেরিকা থেকে জার্মানিতে আনা হয়। তখন তার বয়স ছিল আনুমানিক দুই বছর। বার্গজু চিড়িয়াখানার কর্মচারীদের ধারণা ছিল পলা পুরুষ। ২০ বছর পর তাদের সেই ভুল ভাঙে। ১৯৯৫ সালে আল্ট্রাসাউন্ড স্ক্যানের মাধ্যমে জানা যায় পলা আসলে নারী।

স্লথ দিবস : প্রতিবছর ২০ অক্টোবর পালিত হয় বিশ্ব স্লথ দিবস। দিনটিকে কেন্দ্র করে পলাকে সবচেয়ে দীর্ঘজীবী স্লথের স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব রেকর্ডস। এ পর্যন্ত করা হিসাব অনুযায়ী ইউরোপের বিভিন্ন চিড়িয়াখানায় এ প্রাণীর সংখ্যা ২৬৬। এর মধ্যে জার্মানিতে আছে ৬৫টি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম