Logo
Logo
×

পরবাস

পরবাস সংবাদ

বইমেলায় প্রবাসীদের ভিন্ন স্বাদের গ্রন্থ

Icon

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জমির হোসেনের ‘প্রবাসে মেঘ-জ্যোৎস্না’

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার মাস অমর একুশে ফেব্রুয়ারি। এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে প্রবাসী সাংবাদিক ও লেখক জমির হোসেনের গ্রন্থ প্রবাসে মেঘ জ্যোৎস্না। এক যুগেরও বেশি সময় অতিক্রম করার পর তিনি পাঠকদের মাঝে কোনো বই নিয়ে হাজির হলেন। ‘প্রবাসে মেঘ জ্যোৎস্না গ্রন্থে প্রবাস জীবনের গভীর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন লেখক। কখনও হাসি কখনও কান্না এবং প্রবাসীদের নানাবিধ সমস্যা তার লেখার মাঝে ফুটে উঠেছে। ইতালির নিয়ম ব্যবস্থাও তুলে ধরা হয়েছে বইটিতে। তাই সব ধরনের পাঠকদের জন্য সময়োপযোগী একটি গ্রন্থ ‘প্রবাসে মেঘ জ্যোৎস্না’।

বইটির প্রচ্ছদ করেছেন রাজিব দত্ত। প্রকাশ করেছেন চৈতন্য প্রকাশনী। ৯৬ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। জমির হোসেনের বইটিতে প্রবাসের সমসাময়িক বাস্তবে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যা, ইউরোপের আইনের প্রতি বাংলাদেশিদের সম্মান ছাড়াও কয়েকটি ভ্রমণকাহিনী রয়েছে। চৈতন্য প্রকাশনীর ২৫০-২৫১নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

বইটি প্রসঙ্গে জমির হোসেন বলেন, জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে এ বইয়ের প্রতিটি লেখার জন্ম। জীবনের যে অনুভূতি তা এ লেখায় পাঠকদের জন্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি বইটি পাঠকের ভালোবাসায় আকৃষ্ট করবে।

তপন দেবনাথের ‘রাজনীতির মহাকবি বঙ্গবন্ধু শেখ মুজিব’

লস অ্যাঞ্জেলেস প্রবাসী তপন দেবনাথের ২৭তম ও প্রথম গবেষণা গ্রন্থ ‘রাজনীতির মহাকবি বঙ্গবন্ধু শেখ মুজিব’ অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে। ইত্যাদি গ্রন্থ প্রকাশের পক্ষে বইটি প্রকাশ করেছেন জহিরুল আবেদীন জুয়েল। প্রচ্ছদ করেছেন ধ্র“ব এষ। চমৎকার বাঁধাই, অফসেট পেপারে মুদ্রিত ৮৮ পাতার বইটির মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা। উল্লেখ্য, এ বইটি নিয়ে তপন দেবনাথের প্রকাশিত বইয়ের সংখ্যা ২৭-এ দাঁড়াল।

মুক্তিযুদ্ধের বেশ কিছু অজানা ও অপ্রকাশিত তথ্য এবং বঙ্গবন্ধুকে নিয়ে কিছু সংখ্যক মানুষের মনগড়া সমালোচনার তথ্যভিত্তিক জবাব সম্বলিত গ্রন্থটিতে মোট ৮টি প্রবন্ধ রয়েছে। এর বেশ কয়েকটি প্রবন্ধ ইতিপূর্বে ঠিকানা পত্রিকায় ছাপা হয়েছে। প্রবন্ধগুলো হল- ছয় দফাই এক দফা : স্বায়ত্তশাসন থেকে স্বাধীনতা, ৭ মার্চের ভাষণ : জয় বাংলাই শেষ কথা, জয় পাকিস্তান নয়, ২৫ মার্চ কাল রাত : যে কারণে বঙ্গবন্ধু আত্মগোপনে যাননি, জেনারেল জ্যাকব : বাংলাদেশ বিনির্মাণের এক সফল কারিগর, জগজিত সিং অরোরা ও বাংলাদেশ, পাকিস্তানের আত্মসমর্পণের দলিল ও জেনারেল জ্যাকবের অবদান, মুক্তিযুদ্ধে ভারতীয় ঘনশ্যাম চেজারার বিরল সৌভাগ্যের কথা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা : বাংলাদেশের উন্নয়নই যার একমাত্র স্বপ্ন। দেশে এবং প্রবাসে ইতিমধ্যে বইটি নিয়ে পাঠকের প্রবল আগ্রহ দেখা দিয়েছে। অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিন থেকেই ইত্যাদি গ্রন্থ প্রকাশ-এর প্যাভিলিয়ন নং ১০-এ বইটি পাওয়া যাচ্ছে।

প্রবন্ধ গ্রন্থ : লস অ্যাঞ্জেলেস প্রবাসী বীর মুক্তিযোদ্ধা কামরুল আহসানের প্রথম প্রবন্ধ গ্রন্থ ‘জাতীয়তাবাদী আন্দোলনের মুক্তিযুদ্ধ উত্তরণ’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। ঢাকা থেকে শুদ্ধপ্রকাশ এর পক্ষে বইটি প্রকাশ করেছেন হিরন্ময় হিমাংশু। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। সম্পাদনা করেছেন তপন দেবনাথ।

বইটিতে মোট ১৪টি প্রবন্ধ রয়েছে। প্রবন্ধগুলো হল- স্মৃতিতে চির ভাস্কর ’৬৬-র ৭ জুন, ৬-দফা থেকে ১-দফা এবং মুজিবের জনপ্রিয়তা, আগরতলা ষড়যন্ত্র মামলা ও শেখ মুজিবের আকাশচুম্বী জনপ্রিয়তা, স্মৃতিতে অম্লান ঊনসত্তরের একুশে ফেব্রুয়ারি, প্রথম পতাকা উত্তলন : আমার দেখা সেদিনের স্মৃতি, পঁচিশে মার্চের কালরাতের স্মৃতি, মহান জর্জ হ্যারিসন ও কনসার্ট ফর বাংলাদেশ, স্বাধীন দেশের প্রথম একুশে ফেব্রুয়ারি ও পূর্বাপর, হে স্বাধীনতা তোমাকে পেয়েছি বলেই, আজন্ম ইচ্ছে ও বঙ্গবন্ধুর মাজার, বাংলাদেশ ভারত সম্পর্ক : একই বৃন্তে দুটি ফুল, সাম্প্রদায়িক রাজনীতির বিজয়োল্লাস, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়ন ও ড. ওয়াজেদ মিয়া : একজন নির্মোহ মানুষের কথা। লেখক কামরুল আহসান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ গ্রহণ করেন। আলোচ্য লেখাগুলো লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা যা অত্যন্ত তথ্যবহুল ও মুক্তিযুদ্ধের অনেক অজানা বিষয় নিয়ে এতে আলোচিত হয়েছে। একুশের বইমেলা ২০২০ এ শুদ্ধপ্রকাশ এর স্টলে বইটি পাওয়া যাচ্ছে এবং লসঅ্যাঞ্জেলেসেও।

রফিক আহমদ খানের ‘প্রবাসের ব্যালকনিতে’

বইমেলায় এসেছে প্রবাসী লেখক রফিক আহমদ খানের বই ‘প্রবাসের ব্যালকনিতে’। বইটির প্রচ্ছদ করেছেন মেরুন হরিয়াল। প্রকাশক চট্টগ্রামের খ্যাতিমান প্রকাশনী সংস্থা ‘বলাকা প্রকাশন’। বইটি বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় বলাকা প্রকাশনীর ৫৫৭ নং স্টলে পাওয়া যাচ্ছে মেলার প্রথমদিন থেকেই। রফিক আহমদ খান সাংবাদিক-প্রাবন্ধিক হিসেবে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কাছে সুপরিচিত। প্রবাস জীবনের নানা বিষয় নিয়ে দীর্ঘদিন বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় লেখালেখি করে আসছেন তিনি। ‘প্রবাসের ব্যালকনিতে’ তার প্রথম বই।

‘প্রবাসের ব্যালকনিতে’ প্রবাস জীবন নিয়ে লেখা ঊনচল্লিশটি নিবন্ধ স্থান পেয়েছে। লেখাগুলোতে প্রবাসের সুখ-দুঃখ, সুবিধা-অসুবিধা, চাওয়া-পাওয়ার কথা ফুটে উঠেছে। লেখকের মতে, এ বইয়ে তিনি তার প্রবাস জীবনের নানা অনুভূতি প্রকাশের মাধ্যমে জীবিকার তাগিদে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করা সোয়া কোটি বাংলাদেশি প্রবাসীর কথা ফুটে উঠেছে।

এ বই কেবল দূর থেকে রঙিন চশমায় দেখা দৃশ্যপট নয়, বরং বাঙালির প্রেমময় ও সংগ্রামলিপ্ত জীবনের স্পন্দন। এ বই প্রবাস জীবন ও প্রবাসীদের জানতে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ভূমিকা রাখবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম