বৃষ্টির ধু ধু পনিটেল
রেজা ফারুক
প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঘুমিয়েছো নদী ও সমুদ্র, ঝাউবন, পাইনের ছায়া
ঝাপ্সা বিকেল তোমার আকণ্ঠ দরোজায়
মার্বেলের মতো যায় ছড়িয়ে আর
বৃষ্টির ধু ধু পনিটেল বাজায় ডোরবেল!
ঘুমিয়েছো ব্যালকনি, ক্রিসেন্থিমাম, ইলশেগুঁড়ি দিন
এ্যাশ্ফল্ট মোড়ানো দুপুর, রাঙতাজ্বলা রানওয়ে
রেশমি স্বাধীন!
