|
ফলো করুন |
|
|---|---|
বাদুড় পৃথিবীর একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা উড়তে সক্ষম। সাধারণত বাদুড় বাদামি, ধূসর কিংবা কালো রঙের হয়। কিন্তু হন্ডুরাসের বিশেষ একটি প্রজাতির বাদুড় আছে এদের দেখতে একেবারে সাদা। ইংরেজিতে এদের ‘হন্ডুরান হোয়াইট ব্যাট’ বলা হয়। বৈজ্ঞানিক নাম : Ectophylla alba.। গ্রিক শব্দ Ecktos অর্থ হচ্ছে বাইরে এবং Phyllon অর্থ হচ্ছে পাতা। নাক দেখতে পাতার মতো ত্রিকোণাকার হয়। এজন্য এরা Leaf nosed bat নামেও পরিচিত। দৈর্ঘ্যে ৩.৭ থেকে ৪.৭ সেন্টিমিটার। ওজন হয় ৫.৬৭ গ্রাম পর্যন্ত। যোগাযোগের জন্য এরা ডাকাডাকি ও একে অপরকে স্পর্শ করে। খাবার সন্ধানের জন্য ইকোলোকেশনের ব্যবহার করে। সবচেয়ে মজার ব্যাপার হল এদের বাসায় অবস্থানের পদ্ধতি। বিশেষ উদ্ভিদ হেলিকোনিয়ার পাতার মধ্য শিরা বরাবর এরা ঝুলে থাকে। সূর্যের আলো পাতা ভেদ করে গায়ে পড়লে এদের সবুজ দেখায়। শিকারির চোখকে ফাঁকি দেয়ার এ এক দারুণ কৌশল। কিন্তু বর্তমানে রেইন ফরেস্ট উজাড়, বিশেষত হেলিকোনিয়া উদ্ভিদ কমে যাওয়া, জলবায়ুর পরিবর্তন, খাদ্যের অভাব, চোরাকারবারিদের দৌরাত্ম্যের কারণে এরা আজ বিলুপ্তির পথে।
