Logo
Logo
×

প্রকৃতি ও জীবন

অরোরা

Icon

প্রকৃতি ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আকাশে প্রাকৃতিক আলোর ঢেউকে বলা হয় মেরুজ্যোতি বা অরোরা, যা মূলত মেরু অঞ্চল থেকে দেখা যায়। প্রধানত উঁচু অক্ষাংশের দেশগুলোতে অরোরার দেখা মেলে। সূর্যের আলো পৃথিবীর অন্য অঞ্চলে যেভাবে আলো ছড়ায়, মেরু অঞ্চলে একইভাবে ছড়ায় না। এর ফলে আকাশে এক ধরনের আলোর খেলা চলে। সৃষ্টি হয় আলোর বর্ণিল ঢেউ। আকাশের বুকে ঢেউগুলো দেখলে মনে হয় ওরা যেন নেচে নেচে আত্মহারা। এ ঢেউগুলো গোলাকার, সর্পিল ও বাঁকানো হতে পারে। বেশিরভাগ অরোরাতে সবুজ ও গোলাপি রং দেখা যায়। তবে অনেক সময় লাল রং বা বেগুনি রঙেরও হতে পারে। অরোরার রংগুলো রহস্যময়। বিভিন্ন মিথোলোজিতে অনেক ধরনের কুসংস্কার উল্লেখ করা হয়েছে। তবে বিজ্ঞান বলে- আমাদের বায়ুমণ্ডলের গ্যাসগুলোই হল অরোরার বিভিন্ন রঙের কারণ। অরোরাকে ভালো করে দেখতে হলে যেতে হবে উত্তর গোলার্ধের উত্তর মেরুতে। আলাস্কা বা কানাডার আর্কটিকে গেলেও অরোরার দেখা মিলতে পারে। তবে দেখার জন্য সময়টা গুরুত্ব বহন করে। সাধারণত মার্চ থেকে এপ্রিল এবং সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে অরোরা দেখা পাওয়া যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম