ঈদ উৎসবে নান্দনিক আসবাব

  
৩০ জুলাই ২০১৯, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

উৎসব মানেই উদযাপন। আর এ উদযাপনের কেন্দ্রীয় বিষয় রসনাবিলাস। বাঙালিও এমন উপলক্ষকে হেলায় হারাতে নারাজ। বরং মেতে ওঠে বহুমাত্রিক আয়োজনে। কোরবানির ঈদ নিয়ে তাই শুরু হয়ে গেছে নানা প্রস্তুতি। এ উৎসবের মূল উপকরণ যেহেতু মাংস, তাই এর নানা পদ নিয়ে শুরু হয়ে গেছে আগাম ভাবনা, নিরীক্ষার প্রাকপ্রস্তুতি। নানা উদ্ভাবনে রসনা আয়োজন বৈচিত্র্যময় আর স্বাদগ্রাহী করতে তাই কেউ কসুর করে না। তবে কেবল রাঁধলেই তো হবে না। খেয়ে আর খাইয়ে বাঙালিকে তো পরিবেশন করতে হবে ঠিকঠাকমতো। পেতে হবে অন্যের প্রশংসা। তাই তো খাবার ঘরটা হওয়া উচিত প্রয়োজনীয় আসবাবে নান্দনিক। সমসময়ের ডিজাইনে ট্রেন্ডি আসবাবে তাই আগেভাগে ডাইনিং রুমটা সাজিয়ে নেয়াই হবে বুদ্ধিমানের কাজ। অন্দরসজ্জার সঙ্গে ঠিকঠাকমতো আসবাবে সাজাতে পারলে অবশ্যই কেবল নানা পদ নয় অতিথিদের প্রশংসা মিলবে এ ডাইনিং রুম ও এর অনুষঙ্গের।

এজন্য অবশ্য চিন্তার কারণ নেই। যেহেতু ফার্নিচার শিল্পে বাংলাদেশ কেবল স্বয়ংসম্পূর্ণই নয় বরং এখানে তৈরি হয়ে থাকে আন্তর্জাতিকমানের আসবাব। ব্রাদার্স ফার্নিচার, হাতিল, বেঙ্গল, পারটেক্স এ এখন আন্তর্জাতিকমানের আসবাবপত্র পাওয়া যাচ্ছে। এ শিল্পে নতুন সংযোজন ইশো। ডেকো ইশো গ্রুপ সম্প্রতি নিয়ে এসেছে এ অনবদ্য ফার্নিচার লাইন। পুরোপুরি আন্তর্জাতিক মান অনুসরণ করে উৎকৃষ্ট উপকরণ আর উপাদানে তৈরি হচ্ছে এ আসবাব। একেবারে ট্রেন্ডি ডিজাইনের ফার্নিচার যে কারোরই নজর কাড়বে। এবারের ঈদে আপনার ডাইনিং রুম সেজে উঠতে পারে ইশোর আসবাবে।

হাল কালেকশন : ইশো গ্রুপ সম্প্রতি তিন ধরনের ডাইনিং আসবাব নিয়ে এসেছে। সোনারগাঁ ডাইনিং সেট, জোড়াসাঁকো ডাইনিং সেট আর পম্পেই ডাইনিং সেট। তিনটির যে কোনো একটি বদলে দেবে আপনার খাবার ঘরের চেহারা। বাংলাদেশের কারুশিল্পের ঐতিহ্য বর্ষপ্রাচীন আর সমৃদ্ধ। ফলে সেই হেরিটেজকে আধুনিক ভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে এ কালেকশনের ফার্নিচারে। সোনারগাঁ ডাইনিং সেটে রয়েছে টেবিল, চেয়ার, মুকো টিভি কেবিনেট, সোনারগাঁ ওপেন সিলিং লাইট, সোনারগাঁ হোয়াইট ক্যান্ডেল স্ট্যান্ড, লম্বা আর খাটো দু’ধরনের সোহো ভাস। এ সেটের ফার্নিচারের ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের সমৃদ্ধ নকশা ও ঐতিহ্য। এ সিরিজে ব্যবহৃত হয়েছে মেহগনি আর রেড ওক ইঞ্জিনিয়ার্ড উড। এর সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক জাপানি স্টাইলের আসবাব নকশায় তৈরি মুকো টিভি কেবিনেট। এ সিরিজের পুরো সেটের দাম পড়বে ৫৪,২৮০ টাকা। এছাড়া জোড়াসাঁকো ডাইনিং সেটে আছে ডাইনিং টেবিল (২০,১০০ টাকা) ও চেয়ার (প্রতিটি ৮,৯০০ টাকা), মুকো ডিনার ওয়াগান (৩৪,৪০০ টাকা), শতরঞ্জি (২,৮৫০ টাকা) আর সোহো ভাস (৫৭০ টাকা)। সব মিলিয়ে চমৎকার সমাহার।

এজন্যই ঈদের আনন্দকে বহুগুণ করতে এই তিন ধরন থেকে যে কোনো একটি সেটকে বেছে নেয়া যেতে পারে। ওয়েবসাইট (www.isho.com.bd বা ইনস্টাগ্রাম (https://www.instagram.com/ishobd/) পেজে ঢু মারতে হবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন