Logo
Logo
×

ঘরে বাইরে

বইমেলায় ঘোরাঘুরি

Icon

ফারিন সুমাইয়া

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বসন্তের আগমনে প্রকৃতি নতুন পাতা আর ফুলে ফুলে সেজে উঠছে। শীতের কুয়াশার চাদরে মুখ লুকিয়ে থাকা সূর্য ধীরে ধীরে তার লালচে আভা ছড়াচ্ছে চারপাশে। আর এমনও দিনে প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে সবার। তবে ব্যস্ততা আর নানা কাজের কারণে ঘুরতে যাওয়ার তেমন সময় হয়ে ওঠে না কাছের মানুষটিকে নিয়ে। তবে ঘোরাঘুরির ক্ষেত্রে আপনি চাইলে খুব সহজেই ঘুরে আসতে পারেন বইমেলা থেকে। বছরের এ সময়ে আপনি যেমন একটু আলাদা পরিবেশে ঘুরতে পারবেন তেমনি নানা ধরনের বই আপনার সংগ্রহশালায় বন্দি করতে পারবেন। এছাড়া আপনি চাইলে আপনার পরিবারের ছোট সদস্যদের নিয়েও বইমেলায় যেতে পারেন। এতে করে আপনি তাদের বই নামের নতুন এ বন্ধুর সঙ্গে যেমন পরিচয় করিয়ে দিতে পারবেন তেমনি তাকে ভাষার মাসের এ সময় থেকেই বইয়ের মাধ্যমে দেশের ইতিহাস কিংবা নানা ধরনের তথ্য জানাতে পারবেন এ বইয়ের মাধ্যমে। অন্যদিকে বইমেলাতে রয়েছে অনেক বইয়ের স্টল। এসব স্টল থেকে ঘুরে ঘুরে আপনি আপনার পছন্দের লেখকের বই সংগ্রহ করে নিতে পারেন। এছাড়া বইমেলার আরেকটি আকর্ষণ হচ্ছে নতুন লেখকদের বই। নতুন নতুন অনেক লেখক তাদের বই এই বইমেলাকে কেন্দ্র করে প্রকাশ করে থাকে। তাই আপনি চাইলে অনেক নতুন নতুন ধরনের লেখাও পেতে পারেন এ বইমেলাতে ঘুরতে এসে। বিশাল জায়গাজুড়ে মাসব্যাপী এ বইমেলাতে অনায়াসে আপনার প্রিয় মানুষদের নিয়ে ঘুরে আসতে পারেন। অন্যদিকে ভাষার মাসের এ সময়ে উপহার হিসেবেও বেছে নিতে পারেন বই। রূপকথার কল্পরাজ্য কিংবা ইতিহাসের কোনো সোনালি দিন আপনি চাইলেই উপহার হিসেবে দিতে পারেন আপনার কাছের মানুষকে। অন্যদিকে অনেকেই অ্যাডভেঞ্চার কিংবা নতুন নতুন গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসেন। তারাও বইমেলা থেকে ঘুরে আসতে পারেন। এছাড়া সুবিশাল জায়গা নিয়ে হওয়াতে ইট পাথরের ব্যস্ততা ছেড়ে বইয়ের রাজ্য থেকে ভ্রমণ করেও আসতে পারেন এ অল্প সময়ের মধ্যে। বই মানুষের বন্ধু। এমন একজন বন্ধু এই বই যে আপনাকে তার সবটুকু দিয়ে যাবে আর আপনাকে করে তুলবে জ্ঞানী। তাই ব্যস্ততার এ সময়ে নিজের মতো সময় কাটাতে বই হতে পারে আপনার একান্ত সঙ্গী। তাই নিজে বই পড়ুন এবং কাছের মানুষদের বই উপহার দিন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম