Logo
Logo
×

ঘরে বাইরে

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ডিপ্লোমার জন্মদিন কেক

Icon

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ছোট্ট রাতুল, রফিক, মুনিরা ও বর্ষা। ওদের সবারই বয়স প্রায় ৮ থেকে ১০। ‘বলো তো তোমাদের কার কার জন্মদিন কবে?’ জিজ্ঞেস করতেই অবাক হয়ে তাকায় ওরা। একজন কী যেন মনে পড়তেই চট করে বলে ওঠে, ‘আমার জন্ম বর্ষাকালে, সেজন্যই দাদি নাম রাখছিল বর্ষা’। ব্যাস, এতটুকুই। তারপর একে একে জানা যায়, জন্মদিনের উৎসব তাদের কোনো দিনই পালন করা হয়নি। একটু ভালো খাবার, নতুন জামা, ঈদ ছাড়া সচরাচর পায়নি তারা। মোমবাতি জ্বালিয়ে কেক কাটা দেখেছে নাটকে বা সিনেমায়। ওদের চকচকে চোখের দীপ্তি আর হাস্যোজ্জ্বল মুখের কথাগুলো শুনতে শুনতেই ভারি হয়ে ওঠে বুকটা, মনের অজান্তেই জমে ওঠে জল, চোখের কোণায়।

এমন অসংখ্য সুবিধাবঞ্চিত শিশুর বসবাস এ শহরে; যারা জন্মদিনের উৎসব পায়নি কখনোই। এমন শিশুদের মধ্য থেকেই ৫০ জনকে আমন্ত্রণ জানিয়েছিল নিউজিল্যান্ড ডেইরি। নিউজিল্যান্ড ডেইরি, টিকেসিআই (টনি খান কালিনারি ইন্সটিটিউট) এবং গ্রে অ্যাডভারটাইজিং লিমিটেডের সম্মিলিত ভাবনায় এসব শিশুর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ২৫ ফেব্রুয়ারি ধানমণ্ডিতে আয়োজন করা হয়েছিল ডিপ্লোমায় তৈরি দেশের সবচেয়ে বড় কেক-এ আমাদের জন্মদিনের উৎসব। আর কেকের সাইজ ছিল ৪৬০ পাউন্ড। ডিপ্লোমার মিষ্টি লড়াই সিজন-৬ এর ৪০ জন প্রতিযোগী ও বিখ্যাত শেফ টনি খান ইন্সটিটিউট মিলে ডিপ্লোমা ফুল ক্রিম পাউডার দিয়ে তৈরি করেছিলেন সুস্বাদু বিশাল এ কেক। এছাড়া ম্যাজিক শো, গেম কম্পিটিশন, থিম সংসহ অনেক আয়োজনে দিনটি স্মরণীয় করে রাখেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড ডেইরির প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের এমডি এসএ মল্লিক, নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা এবং টিকেসিআই ফ্যাকাল্টিসহ আরও অনেকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম