|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ প্রথম ফাইন পারফিউম ব্র্যান্ড জোনাকি বাই নাসরিন জামির যাত্রা শুরু করেছে। ঢাকার ওয়েস্টিন হোটেলের বলরুমে ২৮ ফেব্রুয়ারি বিকালে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন পারফিউম ব্র্যান্ড ‘জোনাকি’র অফিসিয়াল উদ্বোধন করা হয়।
এই প্রথম একজন বাংলাদেশি ইন্টেরিওর ডিজাইনার ও উদ্যোক্তা, নাসরিন জামির অনন্য গুণগত ফ্রেগরেন্স লাইন নিয়ে সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে চালু করেছেন ‘জোনাকি’ পারফিউম ব্র্যান্ড। নাসরিন জামির ‘জোনাকি’ পারফিউম ফ্রান্স থেকে অনুপ্রেরণা নিয়ে ডিজাইন করেছেন এবং এ পারফিউম মিশে আছে প্রাকৃতিক অনন্য সতেজ সুবাস।
এ নতুন পারফিউমের তিনটি ফ্রেগরেন্স রেঞ্জ মেয়েদের জন্য ও দুটি ফ্রেগরেন্স রেঞ্জ ছেলেদের জন্য। অনুষ্ঠানে বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
‘জোনাকি বাই নাসরিন জামির’, এ নতুন পারফিউম পাওয়া যাবে পারফিউম বাংলাদেশ, ঢালি, ইউনিমার্ট, আলমাস এবং অন্যান্য নামকরা পারফিউমের দোকানগুলোতে। এছাড়াও ইকোমার্সৃ সাইট যেমন- সাজগোজ, বাগডুম ও অন্যান্য সাউটগুলোতে এ পারফিউমের সব রেঞ্জ পাওয়া যাবে।
স্কয়ার টয়লেট্রিজ জোনাকি পারফিউমের একমাত্র পরিবেশক।
