Logo
Logo
×

ঘরে বাইরে

নারীদের যাতায়াতের নিরাপত্তায় উবার

Icon

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

একটি উৎকৃষ্ট পৃথিবী তৈরির জন্য নারী-পুরুষের বৈষম্যহীন সমঅধিকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। নারী-পুরুষ একত্রে কাজ করলেই তৈরি হয় ইতিহাস, যার উৎকৃষ্ট উদাহরণ আমাদের স্বাধীনতা। কিন্তু এখনও নারীদের প্রতি বৈষম্য রয়েই গেছে, বিশেষত গণপরিবহনে। সড়ক নিরাপত্তা ফাউন্ডেশনের একটি জরিপ অনুযায়ী, দেশের ৮৩ শতাংশ নারী গণপরিবহনে চলাচলের সময় গণপরিবহনকর্মীদের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। জরিপ করা নারীরা বলেন, তারা গণপরিবহনে চলাচলের সময় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকেন। এসব পরিবহনে মহিলাদের জন্য বরাদ্দ আসনগুলো যেমন যৎসামান্য তেমনই বেশিরভাগ সময়ই কিছু পুরুষ কখনও জেনে আবার কখনও না জেনে সেগুলো দখল করে রাখেন। তাছাড়া যেভাবে গণপরিবহনগুলো চলাচল করে তা নারীদের জন্য একেবারেই বন্ধুসুলভ না। অতিরিক্ত মানুষের ভিড়, ধাক্কাধাক্কি আর চলন্ত গাড়িতে উঠানো বা নামানোর মতো বিপজ্জনক ব্যবস্থা মহিলাদের গণপরিবহনবিমুখ করে তুলেছে। পেশাজীবী নারীদের কারণে আজ দেশের অর্থনীতি অনেক অগ্রসরমান। কিন্তু গণপরিবহনে যাতায়াতের ভয়ে তারা অনেকেই ঘরের বাইরে বের হতে চান না। শুধু মহিলাদের জন্য পরিবহনব্যবস্থায় কিছু পরিবর্তন আনা প্রয়োজন, যা তাদের যাতায়াতব্যবস্থাকে নিরাপদ এবং আরামদায়ক করে তুলবে। এ সমস্যা নিষ্পত্তিতে রাইডশেয়ারিং সার্ভিস হতে পারে কার্যকর সমাধান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম